Sunday, April 28, 2024
HomeখেলাধূলাWTC FINAL : ২১৭ রানে থমকে গেল ভারতের প্রথম ইনিংস, সর্বোচ্চ ৪৯...

WTC FINAL : ২১৭ রানে থমকে গেল ভারতের প্রথম ইনিংস, সর্বোচ্চ ৪৯ করলেন আজিঙ্কা রাহানে

উত্তরের সংবাদ ডেস্কঃ
২১৭ রানে থমকে গেল ভারতের প্রথম ইনিংস। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ২১৭ রানে অলআউট হয়ে যায় কোহলি ক্রিকেট। গতকাল দ্বিতীয় দিন ১৪৬ রানে ৩ উইকেট এর বিনিময় খেলা শেষ হয়। তৃতীয় দিন এর শুরু থেকেই নিউজিল্যান্ডের দুরন্ত বোলিং পারফরম্যান্সে একে একে প্যাভিলিয়নে ফিরে যায় ভারতীয় ব্যাটসম্যানরা। ৪৪ রানে এলবিডব্লিউ আউট হন অধিনায়ক বিরাট কোহলি, ৪৯ রান করে আউট হন সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে। এরপর রবীন্দ্র জাদেজা ১৫ এবং রবীচন্দ্রন অশ্বিন ২২ করলেও রানের পাহাড় গড়তে পারেনি ভারত। ২১৭ রানে সমাপ্ত হয় ভারতের প্রথম ইনিংস। দুরন্ত বোলিং করে কাইল জামিসন। ২২ ওভারে ৩১ রান দিয়ে ৫ টি উইকেট নেন তিনি। প্রথম ইনিংসে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। শেষ খবরে তাদের রান সংগ্রহ ১৪ ওভারে কোন উইকেট না হারিয়ে ২২ রান। WTC FINAL

অনান্য খবর- স্মার্টফোন আসক্ত হয়ে যাচ্ছে আপনার শিশু? সাবধান হন! ৫ টি কুফল এবং প্রতিকারের উপায় জানুন

WTC FINAL: ২১৭ রানে থমকে গেল ভারতের প্রথম ইনিংস, সর্বোচ্চ ৪৯ করলেন আজিঙ্কা রাহানে

পরের খবর- মাথাভাঙ্গা ফের বিজেপি শিবিরে ভাঙ্গন, তৃণমূলের ৭০ পরিবার

মাথাভাঙ্গার বিধায়ক বিজেপির সুশীল চন্দ্র বর্মন ঘোষণা করেছিলেন তৃণমূল কংগ্রেসের পতাকা ধরার লোক থাকবে না, কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ আলাদা। যে গতিতে বিজেপি শিবির ভাঙছে তাতে আসন্ন পৌর নির্বাচনে বিজেপির পতাকা ধরার কর্মী নাও থাকতে পারে। রবিবার সকালে আরো একবার মাথাভাঙ্গা উনিসবিশা অঞ্চলের শিলডাঙ্গা বাজারের ৭০ টি পরিবার বিজেপি পদ্ম শিবিরের মায়া ত্যাগ করে উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেন হাতে। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মাথাভাঙার পৌর প্রশাসক মন্ডলীর সদস্য তথা বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা গিরীন্দ্রনাথ বর্মন।

পরের খবর- গান্ধীজীকে কালো চশমা পরিয়ে উত্তম-মধ্যম খেলো এক ব্যক্তি, বর্ধমানের ঘটনায় তোলপাড়

গিরিন বাবু বলেন, ভোট পরবর্তী সময়ে এবং করোনা পরিস্থিতিতে বিজেপি এই পরিবারগুলিকে কোন রকম সহযোগিতা করেনি, তাদের পাশে সবসময় তৃণমূল কংগ্রেস ছিল। ঠিক সেই কারণেই তারা তাদের সঠিক পথ বেছে নিতে দ্বিধাগ্রস্থ হয়নি। বেশ কিছুদিন থেকেই তারা দলে যোগদানের দাবি জানিয়েছিল, আজ আমরা তাদের আনুষ্ঠানিক ভাবে দলে যোগদান করালাম। বিজেপির জেলা কনভেনার অভিজিৎ বর্মন নিজেই থাকেন মাথাভাঙ্গা বিধানসভা এলাকায়, তার পরেও ভাঙ্গন রুখতে পারছে না বিজেপি। পুরো খবর

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments