Wednesday, May 1, 2024
Homeখেলাধূলাটি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হলে বিরাট কোহলিকে মানতে হবে এই শর্ত ; জানিয়ে...

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হলে বিরাট কোহলিকে মানতে হবে এই শর্ত ; জানিয়ে দিলো বোর্ড!

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হলে বিরাট কোহলিকে মানতে হবে এই শর্ত ; জানিয়ে দিলো বোর্ড!

আইপিএলের পরেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মেগা ইভেন্টের জন্য এখনো পর্যন্ত দল ঘোষণা করা হয় নি। সূত্রে খবর, দিন পনেরো পরে চূড়ান্ত দল ঘোষণা করা হবে। সংবাদ মাধ্যমের প্রশ্ন অনুযায়ী ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বিরাট কোহলির (Virat Kohli) উপরে শর্ত চাপিয়েছে ? তাঁকে কি বিশ্বকাপের দলে আদৌ রাখা হবে? এছাড়াও কোহলি জানতে চায় নির্বাচক কমিটি তাকে নিয়ে কি ভাবছে টি-টোয়েন্টি বিশ্বকাপ এর জন্য। তিনি কি টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশের জার্সিতে নামবেন ?তার প্রশ্নের উত্তরে কমিটি জবাব দিয়েছেন যে -টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে হবে বিরাট কোহলিকে। এতদিন ধরে ক্রিকেট প্রেমীরা ভাবতেন যে রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করবে যশস্বী জয়সওয়াল, না হয় শুভমান গিল। কিন্তু রোহিতের সঙ্গে যদি বিরাট ওপেনিং করে তাহলে তিন নম্বরে থাকবে কে ? গিল ও জয়সওয়ালেরই বা ভবিতব্য কী? বল এখন নির্বাচকদের কোর্টে। কয়েকদিন পরেই জানিয়ে দেওয়া হবে চূড়ান্ত দল ঘোষণা। এই খেলাতে যে বিরাট কোহলি থাকবেন তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন কমিটি। ওপেন করতে হলে কোহলিকে নতুন বল সামাল দিতে হবে। আইপিএলে আরসিবির হয়ে ওপেনই করেন কোহলি। নতুন বল সামলাতে তাঁর খুব একটা সমস্যা হয় না। আইপিএলে কোহলি ভালো ছন্দে রয়েছেন। কমলা টুপি পাওয়ার দৌড়ে তিনি এগিয়ে রয়েছেন । বিরাট কোহলিকে নিয়ে জল্পনা থাকলেও দেশের গরিষ্ঠ অংশের মতামত, তাঁকে ছাড়া বিশ্বকাপের দল ভাবাই যায় না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments