Friday, April 26, 2024
Homeকোচবিহারকোচবিহারে ভোট-পরবর্তী হিংসা মামলায় শীতলকুচিতে আটক দুই তৃণমূল নেতা

কোচবিহারে ভোট-পরবর্তী হিংসা মামলায় শীতলকুচিতে আটক দুই তৃণমূল নেতা

শীতলকুচি:

ভোট-পরবর্তী হিংসা মামলায় কোচবিহারে দুই তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেফতার করল সিবিআই। বৃহস্পতিবার দুপুরে তৃণমূল কংগ্রেসের শীতলকুচি ব্লকের সহ সভাপতি সায়ের আলী মিয়া ও পূর্ণ গোবিন্দ সিংহ কে আটক করল সিবিআই। জানা যায়, এদিন দুপুরে সিবিআইয়ের চার সদস্যের প্রতিনিধি দল তৃণমূল কংগ্রেসের ব্লকের সহ-সভাপতি শায়ের আলী মিয়া ও পূর্ণ গোবিন্দ বর্মণের বাড়িতে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে। সেখানে তাদের দীর্ঘক্ষন জিজ্ঞাসাবাদের পর আটক করে কোচবিহারে গোপালপুরে বিএসএফ ক্যাম্পে নিয়ে যায়। মূলত ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। পরবর্তী সময়ে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় ভোট পরবর্তী হিংসা চিত্র ফুটে ওঠে। বিশেষ করে শীতলখুচি ব্লকের রাজনৈতিক হিংসা প্রবলভাবে দেখা যায়। আর ওই ব্লকের একাধিক ঘটনার তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এদিন ফের তারা দুই তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে সেই প্রক্রিয়া শেষে তাদের আটক করে বিএসএফ ক্যাম্পে নিয়ে আসে বলে জানা গেছে। ইতিমধ্যে এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে গিয়েছে কোচবিহার জেলায়। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসে কোচবিহার জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন বলেন, ” আইন আইনের পথেই চলবে। তদন্ত প্রক্রিয়া চলাকালীন কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না। যদি তারা দোষী সাব্যস্ত হয় তাহলে তাদের উপযুক্ত শাস্তি হবে বলে তিনি জানান”।

যদিও এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত বিজেপির তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments