Friday, April 26, 2024
Homeউত্তর দিনাজপুর৭.১৫ কিলোমিটার পিচ রাস্তার উদ্বোধন করলেন বিধায়ক গৌতম পাল

৭.১৫ কিলোমিটার পিচ রাস্তার উদ্বোধন করলেন বিধায়ক গৌতম পাল

ধর্মেন সিংহ, উত্তর দিনাজপুর: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও জেলা পরিষদের তৎপরতায় এবং জেলা পরিষদের সদস্য ভবেন ঘোষের উদ্যোগে চার কোটি, পঞ্চাশ লাখ, পঞ্চাশ হাজার, সাত টাকা ব্যায়ে করণদিঘি ব্লকের ডালখোলা ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকার চান্দগোলা PMGSY রোড থেকে রানীপুর কালভার্ট হয়ে শিকারপুর ভায়া কামারতোর পর্যন্ত ৭.১৫ কিলোমিটার রাস্তা পিচ করা হবে। রাস্তার শুভ উদ্বোধন করলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল। এছাড়াও উপস্থিত ছিলেন করণদিঘির বিডিও নিতিশ তামাং, ১৩নং জেলা পরিষদের সদস্য ভবেন ঘোষ, ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার অশিম ভট্টাচার্য সহ অন্যান্যরা। দীর্ঘদিনের বেহাল রাস্তার কাজ শুরু হয় খুশি এলাকাবাসীরা। তারা সকলেই বিধায়ক গৌতম পালকে ধন্যবাদ জানিয়েছেন।

৭.১৫ কিলোমিটার পিচ রাস্তার উদ্বোধন করলেন বিধায়ক গৌতম পাল

অনান্য খবর- হেলমেট বিহীনদের চকলেট উপহার , সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালিত হল সাহেবগঞ্জে

সর্বকনিষ্ঠ, সর্বকালের প্রথম রাজবংশীয় কেন্দ্রীয় মন্ত্রী হলেন নিশীথ প্রামানিক

রাজ্য সভানেত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আলিপুরদুয়ার যুব তৃণমূল সভাপতি

পরের খবর- মাথাভাঙ্গা ফের বিজেপি শিবিরে ভাঙ্গন, তৃণমূলের ৭০ পরিবার

মাথাভাঙ্গার বিধায়ক বিজেপির সুশীল চন্দ্র বর্মন ঘোষণা করেছিলেন তৃণমূল কংগ্রেসের পতাকা ধরার লোক থাকবে না, কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ আলাদা। যে গতিতে বিজেপি শিবির ভাঙছে তাতে আসন্ন পৌর নির্বাচনে বিজেপির পতাকা ধরার কর্মী নাও থাকতে পারে।  রবিবার সকালে আরো একবার মাথাভাঙ্গা উনিসবিশা অঞ্চলের শিলডাঙ্গা বাজারের ৭০ টি পরিবার বিজেপি পদ্ম শিবিরের মায়া ত্যাগ করে উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেন হাতে। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মাথাভাঙার পৌর প্রশাসক মন্ডলীর সদস্য তথা বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা গিরীন্দ্রনাথ বর্মন।

গিরিন বাবু বলেন, ভোট পরবর্তী সময়ে এবং করোনা পরিস্থিতিতে বিজেপি এই পরিবারগুলিকে কোন রকম সহযোগিতা করেনি, তাদের পাশে সবসময় তৃণমূল কংগ্রেস ছিল। ঠিক সেই কারণেই তারা তাদের সঠিক পথ বেছে নিতে দ্বিধাগ্রস্থ হয়নি। বেশ কিছুদিন থেকেই তারা দলে যোগদানের দাবি জানিয়েছিল, আজ আমরা তাদের আনুষ্ঠানিক ভাবে দলে যোগদান করালাম। বিজেপির জেলা কনভেনার অভিজিৎ বর্মন নিজেই থাকেন মাথাভাঙ্গা বিধানসভা এলাকায়, তার পরেও ভাঙ্গন রুখতে পারছে না বিজেপি। এই চিন্তায় এখনকার ঘাম ছোটাচ্ছে জেলা বিজেপি শিবিরে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments