Tuesday, April 30, 2024
Homeকোচবিহারপানের পিক ফেলে প্রধানমন্ত্রীকে অবমাননার অভিযোগ। বিক্ষোভ মিছিল তুফানগঞ্জে

পানের পিক ফেলে প্রধানমন্ত্রীকে অবমাননার অভিযোগ। বিক্ষোভ মিছিল তুফানগঞ্জে

কোচবিহার,তুফানগঞ্জঃ

সোমবার সকালে তুফানগঞ্জ তিন নাম্বার ওয়ার্ড এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের যৌথ ছবি দিয়ে প্রচার ব্যানার লাগানো ছিল। সেই পোস্টার এর উপরে কেউ বা কারা পানের পিক ছেলে বলে অভিযোগ। ঘটনায় সকাল থেকেই রাজনৈতিক তরজা তুঙ্গে। বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রী এবং কোচবিহারের সাংসদ উভয়কে উদ্দেশ্য প্রণোদিত ভাবে অপমান করার উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছে। এবং সরাসরি অভিযোগের তীর রয়েছে তৃণমূল কংগ্রেসের দিকে। যদিও বা তৃণমূল কংগ্রেসের তরফে বিষয়টিকে হাস্যকর বলে দাবি করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে সোমবার বিকেলে যুব মোর্চার তরফে প্রসেনজিৎ বসাকের নেতৃত্বে একটি ধিক্কার মিছিল বের করা হয় তিন নাম্বার ওয়ার্ল্ড সহ তুফানগঞ্জ শহরে।

পানের পিক ফেলে প্রধানমন্ত্রীকে অবমাননার অভিযোগ। বিক্ষোভ মিছিল তুফানগঞ্জে

অনান্য খবর- রথ যাত্রা ই রথের রশিতে টান দিলেন শুভেন্দু অধিকারী

দেশের জার্সি গায়ে ট্রফি জয়ের স্বাদ মেসির, কোপা আমেরিকা ২০২১ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

ক্যানেল বন্ধ করে রাখায় জমিতে জমছে জল, নেই কোন নিকাশি ব্যবস্থা। বিক্ষোভে চাষীরা

সেফ ড্রাইভ সেভ লাইফের ৫ বছর পূর্তি উপলক্ষে সচেতনতা কর্মসূচি পালন করল কোচবিহার জেলা পুলিশ

বিভিন্ন দাবি নিয়ে দিনহাটা কলেজের অধ্যক্ষকে ডেপুটেশন দিল ভারতের ছাত্র ফেডারেশন

ঝাড়গ্রাম গোপীবল্লভপুর থানার পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইভ পঞ্চম বর্ষ পূর্তি পালন

মাধ্যমিক পরীক্ষায় বসতে চেয়ে স্কুলে তালা মেরে বিক্ষোভ আমডাঙ্গায়

পরের খবর-  যুব উৎসব উপলক্ষ্যে ট্রাইথোলন রেস গোপীবল্লভপুরে

শান্তনু পান, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভ পুরে যুব উৎসব উপলক্ষ্যে অনুষ্ঠিত হল ট্রাই থোলন রেস। প্রসঙ্গত ২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু ১২৫ তম জন্ম জয়ন্তী উপলক্ষ্যে ইন্ডিয়ান স্পোটিং ও ক্লাবের উদ্যোগে গোপীবল্লভ পুরে শুরু হয়েছে যুব উৎসব, যা চলবে ২৬ শে জানুয়ারি পর্যন্ত। ২৩ শে জানুয়ারি ১২ কিলো মিটার ম্যারাথন দৌড়ের মধ্য দিয়ে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। দ্বিতীয় দিন ছিল ভলি বল প্রতিযোগিতা। আজ সোমবার তৃতীয় দিনে অনুষ্ঠিত হল ট্রায়ালন রেস।

প্রথমে সুবর্ণরেখা নদীতে সাঁতার, তারপরে ২০০ মিটার দৌড় এরপর সাইকেলিং করে চেকপোস্ট থেকে যাত্রা ময়দান পর্যন্ত প্রায় দেড় কিলো মিটার সাইকেল রেসিং করেন প্রতিযোগিরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments