Sunday, April 28, 2024
Homeডুয়ার্সমালবাজারে উলটপুরাণ! পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল ছেড়ে সিপিএমে ৫০ টি পরিবার

মালবাজারে উলটপুরাণ! পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল ছেড়ে সিপিএমে ৫০ টি পরিবার

পঞ্চায়েত নির্বাচনের আগে উলটপুরাণ! শাসকদল তৃণমূল (TMC) থেকে এবার সিপিএমে (CPM) যোগ দিল অন্তত পঞ্চাশ পরিবার। মালবাজার শহরে স্টেশন রোডে অবস্থিত সিপিএমের দলীয় কার্যালয়ে মালবাজার (Malbazar) ব্লকের তেশিমিলা গ্রাম পঞ্চায়েতে বৃহস্পতিবার দলবদল হয়েছে। তৃণমূলে থাকাকালীন কোনও সুযোগ-সুবিধা মেলেনি বলে দাবি তাঁদের। সেই কারণে তৃণমূলের উপর ক্ষুব্ধ হয়ে দলত্যাগ বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী আবাস যোজনার (PM Awas Yojona) আওতাধীন ঘর বন্টনকে কেন্দ্র করে মালবাজার (Malbazar) বিডিও অফিসের সিপিএম মাল এরিয়া কমিটির তরফে ডেপুটেশন প্রদান করা হয়। এরপর এদিন দলীয় কার্যালয়ে চলে যোগদান পর্ব। তেশিমিলা গ্রাম পঞ্চায়েতের অধীন ডেমকাঝোরা এলাকার জাহিনুর ইসলাম, সুবিয়া খাতুন, সাফিয়া খাতুন, তামিনুর ইসলাম, নুর রহমান, বুধুরাম ওঁরাও, সুমন মাহালিরা সিপিএমের দলীয় পতাকা হাতে তুলে নেয়। সিপিএমের দাবি, ৫০ টি পরিবার যোগদান করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments