Tuesday, April 30, 2024
Homeকোচবিহারউদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণের আর্জি নিয়ে নির্বাচন কমিশনারের কাছে নিশীথ !

উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণের আর্জি নিয়ে নির্বাচন কমিশনারের কাছে নিশীথ !

হাতে মাত্র আর একটা দিন ।শুক্রবার থেকেই শুরু হয়ে যাবে বাংলায় প্রথম দফার ভোট। তার আগে উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণের আর্জি নিয়ে বুধবার নির্বাচন কমিশনের কাছে গিয়ে পৌঁছলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক। এদিকে উদয়ন গুহ অভিযোগ করছেন তাকে আক্রমণ করা হচ্ছে। তার বিরুদ্ধে তোলা অভিযোগগুলি সবই ভিত্তিহীন। লোকসভা ভোটের ঘন্টা বেজে গেছে। গত বিধানসভা ভোটে শীতলকুচি কাণ্ড থেকে শিক্ষা নিয়ে লোকসভা ভোটে স্বাভাবিকভাবেই কোচবিহারে কমিশনের তরফ থেকে বাড়তি নজর রাখা হয়েছে। তা সত্বেও অন্যান্য জেলার মতো কোচবিহার থেকেও নানান রকম অশান্তির খবর আসছে। একদিকে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, অন্যদিকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, দুজনই একে অপরকে দোষারোপ করছেন। এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বুধবার নিশিত প্রামানিক কমিশনের দারস্থ হন। তিনি কমিশন কে একটা চিঠি লেখেন। সেখানে লেখা ছিল-" আপনারা জানেন যে উদয়ন গুহই যাবতীয় গুন্ডামির মূল। নির্বাচনী আদর্শ আচরণবিধি চালু হওয়া সত্ত্বেও আমার ব়্যালিতে আক্রমণ করা হয়েছে। বিভিন্ন জায়গায় অশান্তি হচ্ছে ওনার উস্কানিতে।” উদয়ন গুহ নানান রকম হিংসাত্মক মন্তব্য করে সাধারণ জনগণকে উত্তপ্ত করে তুলছে , এমনই অভিযোগ আনেন নিশীথ। নিশিদের এই চিঠির পাল্টা উত্তর দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তার দাবি কোনো রকম আক্রমণের সাথে তিনি জড়িত নন। বরং তাকেই বারবার আক্রমণ করা হয়েছে। উদয়নের দাবি বিজেপি বুঝে গেছেন যে এবারে তাদের সফল আসবেনা। তাই এভাবে তাকে আটকানোর চেষ্টা করছেন। ভোটের দিন যদি উদয়ন গুহকে আটকে দেওয়া হয় তাহলে, বিজেপিদের ভোট লুঠ করতে সুবিধা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments