Saturday, May 4, 2024
Homeকোচবিহারপাচার হওয়ার আগেই ৯ লক্ষ টাকার মদ সহ আটক হলেন ২ জন

পাচার হওয়ার আগেই ৯ লক্ষ টাকার মদ সহ আটক হলেন ২ জন

নিজস্ব সংবাদদাতাঃ
গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে কোচবিহার ডাওয়া গুড়ি এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে একটি গাড়ি থেকে ৯৪০ কার্টুন মদ উদ্ধার করে কোচবিহার আবগারি দপ্তর। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আবগারি দপ্তর সূত্রে জানানো হয়েছে মদের আনুমানিক মূল্য নয় লক্ষ টাকার বেশি । মেঘালয় এবং আসাম থেকে এই মদ পাচার হচ্ছিল বাংলায়। কোথায় কিভাবে নিয়ে যাওয়া হচ্ছিল এবং এত পরিমান মদ কিভাবে সীমান্ত অতিক্রম করে বাংলায় প্রবেশ করলো তা নিয়ে তদন্ত শুরু করেছে আবগারি দপ্তর এবং কোচবিহার জেলা পুলিশ । গাড়িচালক আব্দুল এবং স্থানীয় পাচারকারী গোবিন্দ বিশ্বাস নামক দুইজনকে ঘটনায় জিজ্ঞাসা বাদের জন্য আটক করেছে আবগারি দপ্তর। কোচবিহার জেলা আফগানি দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক সোনাম লেপচা জানান, গোপন সূত্রে খবর পেয়ে ৩১ নম্বর জাতীয় সড়কের ওপর থেকেই এই গাড়িটিকে আটক করা হয়েছিল। গাড়িতে তল্লাশি চালিয়ে মদ উদ্ধার হয়। কোথা থেকে এবং কিভাবে এই মদ আনা হচ্ছিল তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। 

পাচার হওয়ার আগেই ৯ লক্ষ টাকার মদ সহ আটক হলেন ২ জন

অনান্য খবর- যাত্রীদের জন্য সুখবর শোনাল উত্তর-পূর্ব সীমান্ত রেল,আসছে ১ জোড়া নতুন শতাব্দী এক্সপ্রেস

প্রয়াত জননেতা অশোক ঘোষ এর জন্মদিবস পালিত হল নাজিরহাটে

‘ বাংলার বাঘ ‘ আশুতোষ মুখোপাধ্যায় এর জন্মদিন পালন কোচবিহারে

করোনা আচরণবিধি লঙ্ঘন করে দেদার ছুটে বেড়াচ্ছে টোটো, প্রশাসন নিশ্চুপ

বামনহাটে ষাটোর্ধ্ব ব্যক্তিদের জন্য ভ্যাকসিনেশন ক্যাম্প

ক্যানেল বন্ধ করে রাখায় জমিতে জমছে জল, নেই কোন নিকাশি ব্যবস্থা। বিক্ষোভে চাষীরা

পরের খবর- টোটো চুরির একটি চক্রকে গ্রেফতার করল ঘোকসাডাঙ্গা থানার পুলিশ

পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ প্রেমেরডাঙ্গায় ও নিশিগঞ্জ সংলগ্ন এলাকার ছয়জনকে টোটো চুরির অভিযোগে টোটো সমেত গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায় সোমবার ভোর রাতে তাদের গ্রেফতার করা হয়। মাথাভাঙ্গার মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মণ্ডল জানান, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল ভোর রাতে টোটো চুরির অপরাধে টোটো সমেত ছয় জনকে গ্রেফতার করা হয়। তাদেরকে আদালতে তোলা হবে এবং তাদেরকে পুলিশি রিমান্ডে চাওয়া হবে, এর সাথে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। পুরো খবর

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments