Friday, April 19, 2024
Homeকোচবিহার' বাংলার বাঘ ' আশুতোষ মুখোপাধ্যায় এর জন্মদিন পালন কোচবিহারে

‘ বাংলার বাঘ ‘ আশুতোষ মুখোপাধ্যায় এর জন্মদিন পালন কোচবিহারে

কোচবিহারঃ

আজ আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে কোচবিহার কেশব রোড মিনিবাস চৌপথি মোড়ে আশুতোষ মুখোপাধ্যায় ১৫৭ বছর জন্মজয়ন্তী উদযাপন করা হল। এদিন প্রথমে মূর্তিতে মাল্যদান চরণে ফুল নিবেদন এবং মোমবাতি জ্বালিয়ে জন্মদিন পালন করা হয়। এলাকায় প্রচুর লোক তাদের সাথে উপস্থিত ছিলেন। আজ স্যার আশুতোষ মুখোপাধ্যায় জন্মদিন উপলক্ষে সকলকে দুটো করে মাস্ক, সেনিটাইজার এবং মিষ্টিমুখ করানো হয়।

উপস্থিত ছিলেন সংগঠন এর সম্পাদক শংকর রায় এবং অন্যান্যরা।

শংকর রায় রায় বলেন,একজন তেজস্বী বীরপুরুষ ছিলেন বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায় যাকে আমরা বাংলার বাঘ হিসেবে জেনে থাকি।ছোট থেকে অত্যন্ত মেধাবী ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়।পরবর্তীতে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নেন তিনি । তার নানান পরাক্রমশীলতার জন্য ইংরেজরা তাকে স্যার উপাধি দিয়েছিলেন । আছি মহান বাঙালির ১৫৭ তম জন্মদিন পালন করলাম আমরা । সেই উপলক্ষে পথচলতি মানুষদের মাস্ক বিতরণ স্যানিটাইজার বিতরণ এবং মিষ্টিমুখ করালাম।

অনান্য খবর – যুব নেতার অকাল প্রয়ানে রেড ভলেন্টিয়ার্সের স্বাস্থ্য পরীক্ষা শিবির আলিপুরদুয়ারে

‘ বাংলার বাঘ ‘ আশুতোষ মুখোপাধ্যায় এর জন্মদিন পালন কোচবিহারে

(বিভিন্ন খবর দেখতে আমাদের সঙ্গে থাকুন।)

১৫ জুলাই অবধি বাড়ল রাজ্যের কড়া বিধিনিষেধের মেয়াদ। তবে ১ জুলাই থেকে চলবে সরকারি-বেসরকারি বাস। ছাড় পেল অটো-টোটা-সহ অন্যান্য সড়ক পরিবহণ। তবে বন্ধ থাকছে ট্রেন, মেট্রো। সোমবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও কিছু ছাড় দেওয়া হল।

অনান্য খবর- সর্বসাধারণ এর জন্য অক্সিজেন পার্লার শুরু হলো কোচবিহারের স্টেশন মোড়ে

৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে বাস,প্রতিদিন নিয়ম মেনে ডিপো এবং বাসগুলি স্যানিটাইজ করতে হবে।
খুলছে বিউটি পার্লার, সেলুন। তবে ৫০% লোক নিয়ে দোকান চলবে,সময় সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা।
বাড়ছে বাজার খোলার সময়ও । সকাল ৭ টা থেকে বেলা ১১টার বদলে এবার সকাল৬টা থেকে ১২ টা পর্যন্ত খোলা থাকবে বাজার । অন্যান্য দোকান ১১ টা থেকে ৮ পর্যন্ত খোলা থাকবে । জিম খোলা থাকবে সকাল ৬ টা থেকে ১০টা, বিকেল ৪টা থেকে রাত ৮টা । নাইট কার্ফু জারি থাকছে বিশেষ ক্ষেত্রে থাকবে ছাড়।

অনান্য খবর- সাংবাদিক,পুলিশকর্মী ও চিকিৎসক দের সংবর্ধনা দিল তিনমাইল রোড ওয়েলফেয়ার এসোসিয়েশন

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments