Monday, April 29, 2024
Homeদিনহাটাপ্রয়াত জননেতা অশোক ঘোষ এর জন্মদিবস পালিত হল নাজিরহাটে

প্রয়াত জননেতা অশোক ঘোষ এর জন্মদিবস পালিত হল নাজিরহাটে

মিল্টন সরকারঃ

সারা ভারত ফরওয়ার্ড ব্লকের প্রাণ পুরুষ বামপন্থী আন্দোলনের প্রতিষ্ঠাতার অন্যতম নেতা প্রয়াত অশোক ঘোষের ৯৯তম জন্ম দিবসে শ্রদ্ধাঞ্জলি। সারা রাজ্যের সাথে সাথে কোচবিহারের দিনহাটা মহকুমা জুড়ে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হল। এর সাথে দিনহাটা ২নং ব্লকের নজিরহাট ফরওয়ার্ড ব্লক কার্যালয়ে অশোক ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান পতাকা উত্তোলন করে শ্রদ্ধা জানালেন ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। শ্রদ্ধা জানাতে এদিন উপস্থিত ছিলেন যুবলীগের রাজ্য সাধারণ সম্পাদক তথা ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুর রউফ,ফরওয়ার্ড ব্লকের বুড়ির হাট নজির হাট লোকাল সম্পাদক বীরেন সরকার,লোকাল নেতা নিবারণ সেন,যুবলীগের মহকুমা সম্পাদক রৌশন হাবিব,ছাত্র ব্লকের তপন বর্মন প্রমুখ।

আব্দুর রউফ বলেন,বামপন্থী আন্দোলনের প্রতিষ্ঠাতার অন্যতম প্রাণপুরুষ ছিলেন অশোক ঘোষ। আজ উনার ৯৯ তম জন্মদিন। ১৯৫১ থেকে ২০১৬ পর্যন্ত সারা ভারত ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক ছিলেন।
আজ সারা রাজ্যের সাথে সাথে কোচবিহারের বিভিন্ন প্রান্তে উনার জন্মদিন পালন হচ্ছে। তেমনি দিনহাটা ২নং ব্লকের নাজিরহাটে প্রয়াত জননেতা অশোক ঘোষের জন্ম দিবস পালন করছি।

অনান্য খবর- চিলাপাতায় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ালো দ্যা পিপল ফর দ্যা পিপল

প্রয়াত জননেতা অশোক ঘোষ এর জন্মদিবস পালিত হল নাজিরহাটে

অনান্য খবর-পেরুকে ৪-০ গোলে হারিয়ে দূরন্ত জয় ব্রাজিলের

পরের খবর – আরও একবার বুঝিয়ে দিল আরোহী ফাউন্ডেশন অব ইন্ডিয়া তারা সব সময় সাধারণ মানুষের পাশে আছে আর থাকবেন । এদিন আরোহী ফাউন্ডেশন অব ইন্ডিয়ার কর্নধার বিপ্লব কুমার সিনহা কামারহাটি নন্দন নগর এলাকায় দুস্থ মানুষদের হাতে চাল ডাল সহ নিত্য সামগ্রী । এদিন আরোহী ফাউন্ডেশন অব ইন্ডিয়া দ্বিতীয় বার পদার্পণ করে । আগেও বহুবার বিভিন্ন ভাবে কখনো বা দূর্গত অঞ্চলের অসহায় মানুষের সেবায় কখনো বৃদ্ধাশ্রম বা অনাথ গরিব শিশুদের লেখাপড়ার ব্যাবস্থা করেছেন । এমনকি গরিব খেলোয়াড়দের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আরোহী ফাউন্ডেশন অব ইন্ডিয়া । করোনা কালে গত বছর লক ডাউনে মানুষের পাশে ছিল । এ বছর ও করোনা কবলিত দুঃখ সময়ে এবং ইয়াশের প্রকোপের দিশেহারা মানুষের পাশে থেকে সাহায্যের হাত ছিলো আরোহী ফাউন্ডেশন অব ইন্ডিয়া । কামরহাটি নন্দন নগরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরোহী ফাউন্ডেশন অব ইন্ডিয়া কর্নধার বিপ্লব কুমার সিনহা, শুভ্রজোতি চ্যাটার্জি,বিপ্লব সামন্ত ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments