Thursday, May 2, 2024
Homeকোচবিহারনুভোকো ভিস্টাস কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে প্রজাতন্ত্র দিবস এ রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা...

নুভোকো ভিস্টাস কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে প্রজাতন্ত্র দিবস এ রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির

কোচবিহার:

নুভোকো ভিস্টাস কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নিউ কোচবিহার গোডাউন প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। এদিনের রক্তদান শিবিরে মোট ২২ জন স্বেচ্ছায় রক্ত দান করেছেন বলে উদ্যোক্তা দের পক্ষ থেকে জানা গেছে। রক্তদান শিবিরে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশন এবং কোচবিহার সেন্ট জনস ব্লাড ব্যাংক। স্বাস্থ্য পরীক্ষা শিবিরে সহযোগিতা করেছেন হোমিওপ্যাথি ডাক্তার বিজয় সরকার, প্রেসার চেক করেন কোচবিহার সুরক্ষা হেলথকেয়ার। রক্ত দাতা দের গোলাপ ফুল, সার্টিফিকেট, টিফিন ও একটি করে গামছা প্রদান করা হয়। প্রজাতন্ত্র দিবসে

উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অরগানাইজেশনের সম্পাদক রাজা বৈদ্য এবং আরো অনেকে।

অনান্য খবর- দেশের জার্সি গায়ে ট্রফি জয়ের স্বাদ মেসির, কোপা আমেরিকা ২০২১ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

হেলমেট বিহীনদের চকলেট উপহার , সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালিত হল সাহেবগঞ্জে

পেট্রোপণ্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে আলিপুরদুয়ারে পেট্রোল পাম্পে অভিনব কায়দায় বিক্ষোভে জেলা কংগ্রেস

WTC FINAL : ২১৭ রানে থমকে গেল ভারতের প্রথম ইনিংস, সর্বোচ্চ ৪৯ করলেন আজিঙ্কা রাহানে

স্মার্টফোন আসক্ত হয়ে যাচ্ছে আপনার শিশু? সাবধান হন! ৫ টি কুফল এবং প্রতিকারের উপায় জানুন

চিকিৎসক দিবস পালিত হল কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ন মেডিকেল কলেজ হাসপাতালে

চিলাপাতায় শিশুদের পাশে দাঁড়ালো নিউ জেনারেশন ভলেন্টিয়ার্স নামক এক স্বেচ্ছাসেবী সংস্থা।

নুভোকো ভিস্টাস কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে প্রজাতন্ত্র দিবস এ রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির

পরের খবর- এনজিও ফোরাম এর উদ্যোগে বস্ত্র বিতরণ

কোচবিহার এর রামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত উত্তর রামপুর এলাকায় স্বেচ্ছাসেবী সংস্থা এন জিও ফোরাম এর উদ্যোগে ভারতের ৭২ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রায় পাঁচ শতাধিক মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হলো। বস্ত্র পেয়ে এলাকার মানুষ জন খুব আনন্দিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে কুমার গ্রাম ব্লক কো-অর্ডিনেটর মাননীয়া অনামিকা সরকার জানান – ভারতের প্রজতন্ত্র দিবস উপলক্ষে আমাদের বস্ত্র বিতরণ এই কর্মসূচি করা হয়েছে এবং যারা যারা এই সংস্থায় কাপড় দিয়ে সাহায্য করেছেন তাদের কে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনজিও ফোরাম এর কুমার গ্রাম ব্লক কো-অর্ডিনেটর অনামিকা সরকার , বারোবিশা শাখার সদস্য – অলক দে সরকার , সাধনা সরকার প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments