Saturday, April 20, 2024
Homeকোচবিহারচিকিৎসক দিবস পালিত হল কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ন মেডিকেল কলেজ হাসপাতালে

চিকিৎসক দিবস পালিত হল কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ন মেডিকেল কলেজ হাসপাতালে

কোচবিহারঃ
বর্তমান করোনা মহামারী পরিস্থিতিতে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ডাক্তাররা। আর এই চিকিৎসক দিবসে তাদেরকেই সংবর্ধনা জানানো কোচবিহার মহারাজা চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে র কর্তৃপক্ষ। পুষ্প বৃষ্টির মাধ্যমে তাদের সংবর্ধনা জানানো হলো আজ। উপস্থিত ছিলেন কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান, মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডক্টর রাজীব প্রসাদ, সরকারি হাসপাতাল সুপার দিব্যেন্দু দাস সহ অন্যান্যরা। চিকিৎসক দিবস চিকিৎসকদের সংবর্ধনা জানানোর পাশাপাশি এদিন চিকিৎসক মারফত তৈরি হওয়া একটি শর্টফিল্ম দেখানো হয়।

সাথে মেডিকেল কলেজের রক্তশূন্যতা দূর করতে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে। জেলাশাসক পবন কাদিয়া জানান, বর্তমান পরিস্থিতিতে করোনা যোদ্ধা হিসেবে ডাক্তার দের ভূমিকা অপরিসীম। তাদের সম্মান জানানোর উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান। ডক্টর রাজীব প্রসাদ বলেন হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃক নির্মিত একটি শর্টফিল্ম এদিন পরিবেশিত হয়েছে। সেইসাথে করণা যোদ্ধাদের হাতে স্মারক তুলে দেওয়া হয়।

অনান্য খবর- লোকাল ট্রেন চালুর দাবিতে ডেপুটেশন পূর্ব মেদিনীপুরের বিভিন্ন স্টেশনে

হাটের জন্য টুঙ্গিদিঘী বাসস্ট্যান্ড থেকে হনুমান চৌক পর্যন্ত রাস্তায় লম্বা লাইন

বিশাল আকৃতির এই ফুলকে ঘিরে চাঞ্চল্য ছড়াল বর্ধমানে, রাত হতেই দুর্গন্ধ

প্রচার এর মাঝেই আদিবাসীদের উৎসবে অংশ নিয়ে খিচুড়ি রান্নায় সায়ন্তিকা

সরস্বতী পুজোর দিন সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে মৃত্যু

নুভোকো ভিস্টাস কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে প্রজাতন্ত্র দিবসে রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির

চিকিৎসক দিবস পালিত হল কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ন মেডিকেল কলেজ হাসপাতালে

পরের খবর – জাতীয় চিকিৎসক দিবসে গোপীবল্লভপুর থানার পক্ষ থেকে ডাক্তারদের সম্মাননা

১ জুলাই, জাতীয় চিকিত্সক দিবস প্রতি বছর ১ জুলাই পালিত হয়। পশ্চিমবঙ্গের প্রয়াত বিশিষ্ট চিকিৎসক ডাঃ বিধান চন্দ্র রায়ের সম্মানে এই দিবসটি পালিত হয়, যার জন্ম ও মৃত্যুবার্ষিকী ১ জুলাই। তাই এই দিনে ডাক্তারের সম্মাননা জানানো হল গোপীবল্লবপুরের পুলিশ আধিকারিকরা। এইদিন গোপীবল্লভপুর থানা থেকে গোপীবল্লভ সুপার স্পেশালিস্ট এর সমস্ত ডাক্তার ও নার্সদের মিষ্টির প্যাকেট ও ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানানো হয়। সেখানে উপস্থিত ছিলেন এস‌আই পার্থসারথি দে , এস‌আই সুব্রত সামন্ত এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা।

অনান্য খবর- করোনা সন্দেহে নন কোভিড মৃত ব্যক্তিকে শ্মশানে নিতে অস্বীকার,মানবিক রেড ভলেন্টিয়ার্স আলিপুরদুয়ার

পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক সমিতির উদ্যোগে গীতালদহে আক্রান্ত দুঃস্থ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments