Wednesday, April 24, 2024
Homeময়নাগুড়িমোবাইলে অনলাইন গেম খেলে শ্রমিক পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও টাকা

মোবাইলে অনলাইন গেম খেলে শ্রমিক পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও টাকা

ময়নাগুড়ি , ৩০ নভেম্বর :

ছেলে মোবাইলে অনলাইন গেম খেলাতে এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে খোয়া গেল ৩১,৫০০ টাকা । ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের ভূজারীপাড়া এলাকায় । ঘটনাটি ওই এলাকায় জানাজানি হতে চাঞ্চল্য ছড়িয়েছে ।
ব্যাংকে টাকা তুলতে গিয়ে চক্ষুচড়কগাছ বাবার। অ্যাকাউন্ট থেকে উধাও ৩১,৫০০ টাকা । তারপর ব্যাংক ম্যানেজারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়া । ‘আমিতো কোন টাকা তুলিনি । আমার অ্যাকাউন্ট থেকে এত টাকা কেটে নেওয়া হল কেন ?’ এরপর ব্যাঙ্ক ম্যানেজার পাসবুক আপডেট করার পরামর্শ দেন । তারপরই জানা যায় আসল রহস্য । অনলাইন গেম খেলার জন্য ১৫ দিনে ওই ব্যক্তির একাউন্ট থেকে ধাপে ধাপে ৩১,৫০০ টাকা কেটে নেওয়া হয়েছে । জানা গেছে , ময়নাগুড়ির ভূজারীপাড়া এলাকার বাপ্পা বিশ্বাস একজন পরিযায়ী শ্রমিক । ভিন রাজ্যে কাজ করে তিনি তার স্ত্রীর ব্যাংক একাউন্টে ভবিষ্যতের জন্য টাকা জমা করেছিলেন । বাড়িতে রয়েছে স্মার্টফোন । তাদের ছেলে স্থানীয় বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র । ছেলে সম্প্রতি মোবাইল ফোনে অনলাইন গেমে আসক্ত হয়ে পড়েছে । বাবা-মায়ের বাধা সত্ত্বেও ছেলে লুকিয়ে লুকিয়ে অনলাইন গেম খেলত । যার জেরে ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১৫ দিনে ৩১,৫০০ টাকা কেটে নেওয়া হয়েছে বলে ওই ব্যক্তির দাবি । এই ঘটনা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ওই এলাকার অভিভাবকদের মধ্যে । কারণ এলাকার প্রায় প্রত্যেক পরিবারের ছেলেমেয়েরা অনলাইন মোবাইল গেমে আসক্ত হয়ে পড়েছে । তবে এই ঘটনার পর তারা নিজেরা সতর্ক থাকবেন এবং ছেলেমেয়েদের অনলাইন মোবাইল গেমের বিষয়ে সতর্ক করবেন বলে জানিয়েছেন ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments