Thursday, May 2, 2024
Homeআলিপুরদুয়ারপেট্রোপণ্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে আলিপুরদুয়ারে পেট্রোল পাম্পে অভিনব কায়দায় বিক্ষোভে জেলা কংগ্রেস

পেট্রোপণ্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে আলিপুরদুয়ারে পেট্রোল পাম্পে অভিনব কায়দায় বিক্ষোভে জেলা কংগ্রেস

আলিপুরদুয়ার:
সোমবার ফের পেট্রোলের মূল্য লিটার প্রতি ৩৯ পয়সা বৃদ্ধি হয়। ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই ফের পেট্রোলের মূল্যবৃদ্ধি হওয়ায় মাথায় হাত সর্বস্তরের সাধারন মানুষদের। সোমবার রাজ্যে পেট্রোলের নতুন মূল্য ১০০.৯০ পয়সা ও ডিজেলের মূল্য ৯৩.২৬ পয়সা। এদিন আলিপুরদুয়ার সুভাষপল্লী পেট্রোল পাম্পে অভিনব কায়দায় পথনাটকের মাধ্যমে পেট্রোপণ্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখায় জেলা কংগ্রেস। লাগাতার পেট্রোপণ্য মূল্যবৃদ্ধি হওয়ার ঘটনায় কেন্দ্রীয় ও রাজ্য দুই সরকারকে দোষারোপ করে বিক্ষোভকারীরা। এদিন বিক্ষোভ কর্মসূচিতে ৩০ জন কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি শান্তনু দেবনাথ, আলিপুরদুয়ার বিধানসভা যুব কংগ্রেস সভাপতি সানিয়া বর্ধন, জেলা ছাত্র পরিষদের সভাপতি তায়ন সাহা ও জেলা অসংগঠিত শ্রমিক সংগঠনের চেয়ারম্যান রাজু সাহা সহ অন্যান্য নেতৃত্বরা।

সাহেবগঞ্জ সীমান্তবর্তী এলাকায় বিএসএফের সঙ্গে মতানৈক্য চাষীদের,অবশেষে বিডিও’র দ্বারস্থ

পেট্রোপণ্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে আলিপুরদুয়ারে পেট্রোল পাম্পে অভিনব কায়দায় বিক্ষোভে জেলা কংগ্রেস

অনান্য খবর- আত্মার শান্তির কামনার পথ ডুয়ার্সের “ফলাইচা”

সাহেবগঞ্জ বিডিও অফিসে হুল দিবস উদযাপন

মিল্টন সরকার, দিনহাটা:
দিনহাটা ২ নং ব্লকের পূর্ব সাহেবগঞ্জ সীমান্ত এলাকায় চাষাবাদে বিএসএফের সঙ্গে সমস্যা নিয়ে সাহেবগঞ্জ এর বিডিও দ্বারস্থ হলেন চাষিরা।

প্রসঙ্গত বেশ কিছুদিন ধরে দিনহাটা ২ নম্বর ব্লকের পূর্ব সাহেবগঞ্জ এলাকার বেশ কিছু সীমান্ত গ্রামগুলিতে চাষাবাদ নিয়ে প্রায়ই বিএসএফ জওয়ানদের সাথে চাষীদের মতানৈক্য দেখা দিচ্ছে বলে জানা যায়। কাঁটাতার ঘেঁষা সীমান্তে পাট চাষের পর সীমান্ত লাগোয়া ডোবা গুলিতে পাট জাগ দিতে বাধা দিচ্ছেন বিএসএফ জওয়ানরা এমনটাই অভিযোগ জানান স্থানীয় কৃষকরা। বেশ কয়েকদিন থেকেই এই সমস্যার সম্মুখীন হয়েছিলেন তারা। প্রথমে এবিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্যকে বিষয়টি জানান তারা।

এরপর আজ সোমবার দুপুরে এই অভিযোগ নিয়ে সাহেবগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসে এসে আধিকারিক রশ্মিদীপ্ত বিশ্বাসের সাথে দেখা করেন স্থানীয় কৃষকরা। বেশ কিছু সময় ধরে আলোচনায় চাষীরা তাদের অভিযোগ জানান। এদিন সেখানে উপস্থিত ছিলেন উক্ত এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য রিয়াজুল হক,দিনহাটা ২ নং ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি বীরেন বর্মন, সহ-সভাপতি অতুল চন্দ্র সরকার। বিএসএফ কোম্পানি কমান্ডেন্ট সাহেবের সাথে এ বিষয়ে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন বলে জানান কৃষকরা।

খুব দ্রুত এসমস্যার সমাধান হবে বলে সেই আশায় দিন গুনছেন পূর্ব সাহেবগঞ্জ সীমান্তবর্তী এলাকার কৃষকরা। তবে যদি সমস্যার সমাধান না হয় তাহলে জমির সমস্ত পাট নষ্ট হয়ে বহু টাকার লোকসান হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments