Friday, April 19, 2024
Homeকোচবিহারএনজিও ফোরাম এর উদ্যোগে বস্ত্র বিতরণ

এনজিও ফোরাম এর উদ্যোগে বস্ত্র বিতরণ

Uttorer Sangbad:- কোচবিহার এর রামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত উত্তর রামপুর এলাকায় স্বেচ্ছাসেবী সংস্থা এনজিও ফোরাম এর উদ্যোগে ভারতের ৭২ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রায় পাঁচ শতাধিক মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হলো। বস্ত্র পেয়ে এলাকার মানুষ জন খুব আনন্দিত হয়েছে।

এনজিও ফোরাম এর উদ্যোগে বস্ত্র বিতরণ

স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে কুমারগ্রাম ব্লক কো-অর্ডিনেটর মাননীয়া অনামিকা সরকার জানান – ভারতের প্রজতন্ত্র দিবস উপলক্ষে আমাদের বস্ত্র বিতরণ এই কর্মসূচি করা হয়েছে এবং যারা যারা এই সংস্থায় কাপড় দিয়ে সাহায্য করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনজিও ফোরাম এর কুমারগ্রাম ব্লক কো-অর্ডিনেটর অনামিকা সরকার , বারোবিশা শাখার সদস্য – অলক দে সরকার , সাধনা সরকার প্রমুখ।

অনান্য খবর- পুলিশের জালে আরও এক ভুয়ো অফিসার, রায়গঞ্জে আটক ওই ব্যক্তি

দেশের জার্সি গায়ে ট্রফি জয়ের স্বাদ মেসির, কোপা আমেরিকা ২০২১ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

সেফ ড্রাইভ সেভ লাইফের ৫ বছর পূর্তি উপলক্ষে সচেতনতা কর্মসূচি পালন করল কোচবিহার জেলা পুলিশ

সেফ ড্রাইভ সেভ লাইফের ৫ বছর পূর্তি উপলক্ষে সচেতনতা কর্মসূচি পালন করল কোচবিহার জেলা পুলিশ

রাজ্য সভানেত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আলিপুরদুয়ার যুব তৃণমূল সভাপতি

বিভিন্ন দাবি নিয়ে দিনহাটা কলেজের অধ্যক্ষকে ডেপুটেশন দিল ভারতের ছাত্র ফেডারেশন

২ বাইক চোরকে গ্রেফতার করে বড় সাফল্য পেলো দলগাঁও বীরপাড়া থানার পুলিশ, উদ্ধার ২২ টি মোটর বাইক

এনজিও ফোরাম এর উদ্যোগে বস্ত্র বিতরণ

পরের খবর- নুভোকো ভিস্টাস কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে প্রজাতন্ত্র দিবসে রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির

কোচবিহার: নুভোকো ভিস্টাস কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নিউ কোচবিহার গোডাউন প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। এদিনের রক্তদান শিবিরে মোট ২২ জন স্বেচ্ছায় রক্ত দান করেছেন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানা গেছে। রক্তদান শিবিরে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশন এবং কোচবিহার সেন্ট জনস ব্লাড ব্যাংক। স্বাস্থ্য পরীক্ষা শিবিরে সহযোগিতা করেছেন হোমিওপ্যাথি ডাক্তার বিজয় সরকার, প্রেসার চেক করেন কোচবিহার সুরক্ষা হেলথ কেয়ার। রক্ত দাতা দের গোলাপ ফুল, সার্টিফিকেট, টিফিন ও একটি করে গামছা প্রদান করা হয়।

উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অরগানাইজেশনের সম্পাদক রাজা বৈদ্য এবং আরো অনেকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments