Wednesday, April 24, 2024
Homeকোচবিহারশীতলখুচি ব্লকের একমাত্র স্ট্রবেরি চাষি সাব্বির জামাল বিকল্প আয়ের দিশা দেখাচ্ছেন

শীতলখুচি ব্লকের একমাত্র স্ট্রবেরি চাষি সাব্বির জামাল বিকল্প আয়ের দিশা দেখাচ্ছেন

শীতলখুচিঃ শীতলখুচি ব্লকের ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের বড় গদাইখোড়া এলাকায় ফলছে লাল টুকটুকে স্ট্রবেরি। ব্লকের একমাত্র স্ট্রবেরি চাষি সাব্বির জামাল এলাকার কৃষকদের বিকল্প আয়ের দিশা দেখাচ্ছেন।
ছোট শালবাড়ি এলাকায় যখন চাষিদের একাংশ অধিক মুনাফা লাভের আশায় অবৈধ গাঁজা চাষের দিকে ঝুঁকছে তখন সম্পুর্ন ব্যতিক্রমী জামাল স্ট্রবেরি চাষ করে দিশা দেখাচ্ছেন
গতানুগতিক কৃষির পাশাপাশি এবছর প্রায় একবিঘা জমিতে পরিক্ষামূলক ভাবে দুই হাজার স্ট্রবেরির চারা রোপণ করে লাভের মুখ দেখছেন তিনি। তাঁর জমিতে উৎপাদিত স্ট্রবেরি ২৫০ থেকে ৩০০ টাকা কিলোগ্রাম দরে খুচরো বিক্রি হচ্ছে স্থানীয় বাজারে।জামাল বাবু জানান, নিয়ম মেনে ভালোভাবে চাষ করতে পারলে একবিঘা জমিতে ছ’মাসে প্রায় দুই-তিন লক্ষ টাকা লাভ করা সম্ভব।অল্প সার ও কীটনাশক প্রয়োগ করে লাল টুকটুকে স্ট্রবেরি যেমন ফলানো সম্ভব তেমনি আমাদের এলাকায় এই ফলের বাজারে যথেষ্ট চাহিদাও রয়েছে।শীতলখুচি কৃষি দপ্তর ও তাদের স্ট্রবেরি চাষে উৎসাহ জুগিয়েছে। আগামী বছর বিঘা পাঁচেক জমিতে স্ট্রবেরি চাষের পরিকল্পনা রয়েছে।
গাছের জন্য বেড তৈরি করে তা মোটা শীট দিয়ে মুড়ে দেওয়া হয়। যা এই চাষের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই শিটের মাঝে মাঝে ফুটো করে তাতে স্ট্রবেরির চারা লাগিয়ে দেওয়া হয়। এতে একদিকে যেমন বেশি জল দেওয়ার দরকার পরে না, তেমন-ই আগাছাও জন্মায় না। ফল হলে তা পড়ে গিয়ে নোংরা হয়ে নষ্ট হওয়ার সম্ভাবনাও কম থাকে।মাথাভাঙা মহকুমা কৃষি আধিকারিক ডঃ শ্যামল কান্তি সাহা জানান,’স্ট্রবেরি চাষ লাভজনক কম তাপমাত্রায় ভাল ফলন হয় স্ট্রবেরির। আমরা কৃষি দপ্তর থেকে সাধ্যমতো চাষিদের পাশে থেকে স্ট্রবেরি চাষে উৎসাহী করছি।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments