Friday, April 26, 2024
Homeধুপগুড়িধূপগুড়িতে ভোর রাতে উল্টে গেলো কাঁচ বোঝাই লরি,আহত ৩

ধূপগুড়িতে ভোর রাতে উল্টে গেলো কাঁচ বোঝাই লরি,আহত ৩

ধূপগুড়িতে ভোর রাতে উল্টে গেলো কাঁচ বোঝাই লরি

ঘটনাটি ঘটেছে শনিবার ভোর রাতে ধুপগুড়ি ২ নম্বর ব্রিজ এলাকার। জানা গিয়েছে উত্তরপ্রদেশ থেকে একটি কাঁচ বোঝাই লরি গৌহাটির দিকে যাচ্ছিলো, ধুপগুড়ি ২ নম্বর ব্রিজের সামনে চালকের চোখে ঘুম চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে নয়ানজুলিতে পরে যায়। ঘটনায় আহত হয় 3 জন । তাদের ধুপগুড়ি পুলিশ প্রশাসনের সাহায্যে ধুপগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শুরু হয়। গাড়ির চালক জানান, ভোর রাতে হঠাৎ করে চোখে ঘুম চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়।

এদিকে গত সাত দিনে ধুপগুড়ি শহরে একের পর এক দূর্ঘটনা ঘটায় আতঙ্কে রয়েছেন শহরবাসী। প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশের ভূমিকা নিয়ে।

ধুপগুড়ি থেকে সৃঞ্জয় দাস এর রিপোর্ট উত্তরের সংবাদ ২৪×৭

ধূপগুড়িতে ভোর রাতে উল্টে গেলো কাঁচ বোঝাই লরি,আহত ৩

অনান্য খবর- বিডিও স্বেচ্ছাসেবী সংস্থার জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠান এর বিশেষ দিন দিনহাটায়

“সবকিছুর মধ্যেও কিছু নেই”, শ্রাদ্ধানুষ্ঠানে বললেন শহীদ বিপুল রায় এর স্ত্রী

মাধ্যমিক ছাত্রীর মৃত্যুর তদন্তের দাবীতে দিনহাটা থানায় এসএফআই এর ডেপুটেশন

সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে কর্মহীন মানুষদের রান্না করা খাবার তুলে দিচ্ছেন কৌশানী

ময়নাগুড়িতে কর্মহীন হয়ে যাওয়া গাড়ি চালক, খালাসী এবং আরো অনেকের পাশে দাঁড়াল ফিনিক্স ফাউন্ডেশন

দায়িত্ব পালনে মননের পরিচয়! দিনহাটা রেড ভলেন্টিয়ার্স এর পাশে তৃতীয় শ্রেনীর শুভাঙ্কি

দিনহাটা মহকুমা শাসককে ডেপুটেশন দিল সিপিআইএম দিনহাটা এরিয়া কমিটি

পরের খবর – সেলাই মেশিন তুলে দিল “চেষ্টা হাত বাড়ালেই বন্ধু” স্বেচ্ছাসেবী সংস্থা

চেষ্টা হাত বাড়ালেই বন্ধু স্বেচ্ছাসেবী সংগঠন এর পক্ষ থেকে এক অভিনব উদ্যোগ সত্যিই প্রশংসার দাবী রাখে। লকডাউনের ফলে যেসকল মানুষেরা অসহায় হয়ে পরেছিল তাদের পাশে দাড়াচ্ছেন এই সংস্থার সদস্যরা। আত্মনির্ভরচেষ্টা এই লক্ষ্যকে সামনে রেখে এদিন দুজন এর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। সংস্থার পক্ষ থেকে জানা গেছে কর্মসংস্থান এর উদ্দেশ্য এই কর্মসূচী চালিয়ে যাবেন তারা এবং এই কর্মসূচী আগামীতেও লাগাতার চলবে। রবিবার কোচবিহার এর রামকৃষ্ণ পল্লি নীলকুঠি ও নিশিগঞ্জ এর নলঙ্গি এলাকায় দুজনকে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে। সংস্থার এই ধরনের অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরিবারের সদস্য থেকে শুরু করে পাড়া-প্রতিবেশিরাও।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments