Friday, May 3, 2024
Homeরাজনীতিসম্পূর্ণ নিজস্ব উদ্যোগে কর্মহীন মানুষদের রান্না করা খাবার তুলে দিচ্ছেন কৌশানী

সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে কর্মহীন মানুষদের রান্না করা খাবার তুলে দিচ্ছেন কৌশানী

ভোটে পরাজিত হয়েছেন তো কী! ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি পালনে অঙ্গীকারবদ্ধ নদিয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়। তাই বর্তমান করোনা ও তার জেরে জারি হাওয়া কার্যত লকডাউন পরিস্থিতিতে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের মানুষদের পাশে এসে দাঁড়ালেন তৃণমূলের এই পরাজিত তারকা প্রার্থী। লকডাউনে কর্মহীন হয়ে পড়া সাধারণ মানুষদের মুখে রান্না করা খাবার তুলে দিতে সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে এলাকায় চালু করলেন ‘অপরাজিতা কিচেন’।

তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে ‘অপরাজিতা কিচেন’ খুললেন বলে জানিয়েছেন কৌশানী মুখোপাধ্যায়। তবে সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে, নিজস্ব খরচে এই কিচেন চালু হওয়ায় এর নাম ‘মা কিচেন’ না দিয়ে ‘অপরাজিতা কিচেন’ রাখা হয়েছে বলে জানান এই টলি তারকা। তিনি বলেন, ‘লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে এসে দাঁড়ানোর সংকল্প নিয়েছি আমি। তাই অসহায় মানুষদের মুখে অন্ন তুলে দিতে আমার এই প্রয়াস চলবে।’ কৃষ্ণনগর সদর হাসপাতাল সহ বিভিন্ন এলাকার অসহায় মানুষেরা এই অপরাজিতা কিচেনের মাধ্যমে বিনামূল্যে পেটভরা খাবার পাবেন বলেও জানিয়েছেন কৌশানী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments