Friday, April 26, 2024
Homeদিনহাটামাধ্যমিক ছাত্রীর মৃত্যুর তদন্তের দাবীতে দিনহাটা থানায় এসএফআই এর ডেপুটেশন

মাধ্যমিক ছাত্রীর মৃত্যুর তদন্তের দাবীতে দিনহাটা থানায় এসএফআই এর ডেপুটেশন

দিনহাটাঃ
মাধ্যমিক পরীক্ষা বাতিল হবার জন্যে গতকাল আত্মঘাতী হয় দিনহাটা আমবাড়ির এক ছাত্রী।রাজ্যের মুখ্যমন্ত্রী WBBSE বোর্ডের মাধ্যমিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেন গত পরশু। ঘটনার বিবরণে জানা যায় সেই খবর পেয়েই গতপরশু রাত ৮ টা নাগাদ গলায় কাপড় জড়িয়ে ঝুলন্ত ফ্যানে আত্মঘাতী হন গোপালনগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী দিনহাটা আমবাড়ির বাসিন্দা বছর ষোলোর বর্ণালী বর্মন।জানা যায় ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছাত্রী ছিলেন বর্ণালী বর্মন।পরিবারের সদস্যদের সে কথা দিয়েছিল সে এবার পরীক্ষায় বোর্ডে স্থান করবে।করোনা আবহে পরীক্ষা বাতিল হবার কারণেই মানসিক অবসাদের কারণেই গতরাতে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে।

এই ঘটনার পরে গতকাল মৃতের বাড়িতে গিয়ে দেখা করেন ভারতের ছাত্র ফেডারেশনের এক প্রতিনিধিদল। আজ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে দিনহাটা থানার আই.সি কে ডেপুটেশন দিল ভারতের ছাত্র ফেডারেশন দিনহাটা আঞ্চলিক কমিটি।এসএফআই রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য বলেন এই ঘটনা অত্যন্ত দুঃখজনক।গোটা ছাত্রসমাজকে এই ঘটনা নাড়িয়ে দিয়ে গেছে।কেন এই ঘটনা ঘটলো তা সামনে এসে উচিত তাই এই ঘটনার সঠিক তদন্তের দাবিতে আমাদের আজকের এই ডেপুটেশন।উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য শুভ্রালোক দাস,এসএফআই দিনহাটা আঞ্চলিক কমিটির সম্পাদক টুটুল সরকার,সভাপতি অংশুমালী রায়,সৌরভ সরকার,চিন্ময় বর্মন প্রমূখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments