Wednesday, May 1, 2024
Homeঅন্যান্যSaraswati Puja 2024: রাজ্যে সব থেকে বড় সরস্বতী পুজো এবার ধূপগুড়িতে

Saraswati Puja 2024: রাজ্যে সব থেকে বড় সরস্বতী পুজো এবার ধূপগুড়িতে

Uttorer sangbad:ধূপগুড়ি: Saraswati Puja 2024 রাজ্যে সব থেকে বড় সরস্বতী পুজোর আয়োজন জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে। ধূপগুড়িতে এবার ২৭ ফুটের বাগদেবীর আরাধনা হবে। প্রতিবছরের নয় এ বছরও ধূপগুড়ি প্রেস ক্লাবের উদ্যোগে সারস্বত উৎসবের আয়োজন করা হয়েছে। সোমবার খুঁটি পূজার মধ্য দিয়ে মন্ডপ তৈরি কাজ শুরু করা হলো। যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে তাই খুব বেশি জাঁকজমকভাবে খুঁটি পূজার আয়োজন করা হয়নি।

ধূপগুড়ি প্রেস ক্লাবের উদ্যোগে এবার ২৭ ফুটের সরস্বতী প্রতিমা করা হচ্ছে। বরাবরই উত্তরবঙ্গের মধ্যে বিগ বাজেটের পূজা হয়ে থাকে ধুপগুড়িতে। এতদিন দুর্গাপূজা কালীপূজা বিগ বাজার হয়ে থাকতো। তবে প্রেস ক্লাবের উদ্যোগে বিগত দিনের মতো এবছরও বিগ বাজেটের সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে। এবার সব থেকে বড় চমক ২৭ ফুটের দেব সরস্বতীর প্রতিমা। যা তাক লাগাবে ডুয়ার্স বাসীকে।

ধূপগুড়ি মিলনী মাঠে প্রতি বছর ধূপগুড়ি প্রেসক্লাবের উদ্যোগে সারস্বত উৎসব কে কেন্দ্র করে নানান প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এমনকি আমন্ত্রিত শিল্পীদের দ্বারা বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। গুণীজনদের সংবর্ধনা জানানো হয়। এ বছরও ব্যতিক্রম কিছু থাকছে না।

Saraswati Puja 2024: রাজ্যে সব থেকে বড় সরস্বতী পুজো এবার ধূপগুড়িতে

Jasprit Bumrah: দ্বিতীয় ম্যাচের সেরা বুমরাকে বিশ্রাম দেওয়া হতে পারে, পরিবর্তে কে?

প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত সারস্বত উৎসব কে কেন্দ্রে ১১ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান। প্রথম দিন থাকছে ধূপগুড়ি প্রেসক্লাবের কক্ষে ওপেন দাবা প্রতিযোগিতা ও বসে আঁকো প্রতিযোগিতা হাজার তুতিলে বসন্তের রং। ১৩ ই ফেব্রুয়ারি থাকছে শোভাযাত্রার মধ্য দিয়ে দেবীবরণ। ১৪ ই ফেব্রুয়ারি থাকছে সমবেত হাতে খড়ি (গণহাতে খড়ি)। , থাকছে আমন্ত্রিত শিল্পীদের অনুষ্ঠান। এবং ১৫ ই ফেব্রুয়ারি থাকছে স্বেচ্ছায় রক্তদান শিবির, বিনামূল্য দন্ত পরীক্ষা ও চিকিৎসা শিবির।

ধূপগুড়ি প্রেস ক্লাবের সম্পাদক কৌস্তুভ ভৌমিক বলেন, ধূপগুড়ি প্রেসক্লাব প্রতিবছর বিগ বাজেটের পুজোর আয়োজন করে থাকে। এ বছর মাধ্যমিক পরীক্ষার থাকায়, অনুষ্ঠানে কাটছাঁট করা হয়েছে। যে অনুষ্ঠান পাচ দিনব্যাপী হবার কথা ছিল জাঁকজমক ভাবে। তা করা হচ্ছে না,তার পরিবর্তে দাবা প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতা, রক্তদান শিবির এর উদ্যোগ নিয়েছে আমরা। মাধ্যমিক – উচ্চ মাধ্যমিক পরিক্ষার কথা মাথায় রেখে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments