Sunday, April 28, 2024
Homeকোচবিহারঅজানা জন্তুর পায়ের ছাপ , আতঙ্ক ছড়াল তুফানগঞ্জ এর গোবিন্দপুর এলাকায়

অজানা জন্তুর পায়ের ছাপ , আতঙ্ক ছড়াল তুফানগঞ্জ এর গোবিন্দপুর এলাকায়

তুফানগঞ্জ : চিলাখানা ১ গ্রাম পঞ্চায়েতের গোবিন্দ পুর এলাকায় অজানা জন্তুর পায়ের ছাপ দেখা দেওয়ায় এলাকায় আতংকে গ্রাম বাসীরা।,তুফানগঞ্জ ১নম্বর ব্লকের চিলাখানা ১গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকায়, আজকে সকাল নাগাদ এলাকার লোকজন, যখন বাইরে বেরিয়ে, চাষের জমির দিকে যাচ্ছিলেন সেই সময়, এলাকার বাসিন্দা শ্যাম সুন্দর দাস সকাল ৬টা নাগাদ চাষের জমিতে, যাচ্ছিলেন সেই সময় মাটির ওপর অজানা পায়ের ছাপ দেখতে পেয়ে আতংক ছড়িয়ে পরে এলাকার লোকজনের মধ্যে। গ্রামবাসীদের অনুমান যে এটা বাঘের পায়ের ছাপের মতোনই দেখতে। যদিও বিষয়টি টলিগুড়ি ফরেস্ট রেঞ্জ অফিসার কে জানানো হলে এখনো পর্যন্ত ফরেস্ট ডিপার্টমেন্ট পৌঁছায়নি। কিছুক্ষনের মধ্যে ফরেস্ট ডিপার্টমেন্ট পৌঁছাবে। এবং এলাকায় এই অজানা পায়ের ছাপ দেখতে ইতি মধ্যেই এলাকার বিভিন্য জায়গা থেকে গ্রাম বাসীরা ভিড় জমাতে শুরু করে দিয়েছেন।

অজানা জন্তুর পায়ের ছাপ, আতঙ্ক ছড়াল তুফানগঞ্জ এর গোবিন্দপুর এলাকায়

অনান্য খবর- দিনহাটায় উদয়ন গুহ’র হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে তিন শতাধিক কর্মী

পেট্রোলের মূল্য বৃদ্ধিতে দিনহাটায় বাইক হাটিয়ে নিয়ে বিক্ষোভ দেখাল ফরওয়ার্ড ব্লক

পেট্রোল সেঞ্চুরি করতেই এবার শিলিগুড়িতে কেক কেটে অভিনব কায়দায় প্রতিবাদ তৃণমূলের

ভূমিকম্পে মৃদু কম্পন অনুভব দিনহাটা ২নম্বর ব্লক সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা

পরের খবর –  পূর্ব মেদিনীপুরে জেলা প্রশাসনের ব্যাবস্থাপনায় কোভিড ভ্যাকসিন পেল হোম আবাসিকরা

পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের ব্যাবস্থাপনায় নিমতৌড়ী হোমের আবাসিক ও কর্মীদের কোভিড ভ্যাকসিন দেওয়া হল। আজ তমলুক ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক দল হোম ক্যাম্পাসে এসে মোট ৭৭ জনকে ভ্যাকসিন দিলেন রাজ্য সরকারের পক্ষ থেকে ৪৪ বছর পর্যন্ত ৬৮ জন এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ৯ জন টীকা পেল। হোম ক্যাম্পাসে এসে কোভিড ভ্যাকসিন দেওয়ার ব্যাবস্থাপন করার জন্য হোম কর্তৃপক্ষের পক্ষ থেকে জেলা প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়েছে। সাধারন সম্পাদক যোগেশ সামন্ত জানান হোমের আবাসিক সবাই শারীরিক, মানসিক প্রতিবন্ধী ও অনেক ভাবেই অক্ষম, তাই এদের পক্ষে নাই যে দাঁড়িয়ে বা শিবিওে গিয়ে ভ্যাকসিন নেওয়া খুব কষ্টের হত জেলা প্রশাসনের এই ব্যাবস্থাপনায় আবাসিকদের ভীষণ উপকার হয়েছে। হোমের কর্মীরা টীকা নেওয়ার ফলে তারাও কিছুটা স্বস্তি পেল শুধুনয় হোমে কাজ করার ক্ষেত্রে একটু হলেও ঝুকি কমল। পুরো খবর

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments