Friday, April 26, 2024
Homeসাহেবগঞ্জদুর্গানগরে বিএসএফের হাতে আটক ৪ বাংলাদেশী, আজ আদালতে তোলা হল

দুর্গানগরে বিএসএফের হাতে আটক ৪ বাংলাদেশী, আজ আদালতে তোলা হল

রাহুল দেব বর্মন এর রিপোর্ট: ৪ জন বাংলাদেশীকে আদালতে পাঠালেন সাহেবগঞ্জ থানার পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে দিনহাটা আদালতে পাঠানো হয় তাদের। প্রসঙ্গত গত ১লা আগস্ট বিএসএফ ১৯২ নম্বর ব্যাটালিয়ন জওয়ানরা দুর্গানগর BOP ক্যাম্পে ভারত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পারাপার করার সময় আটক হন ওই চারজন। তাদের মধ্যে ছিলেন দুলালী খাতুন (২০), অর্পি খাতুন (১০), খাদিজা খাতুন (১৬) ও একটি ৩ বছরের বাচ্চা ছিল জুনাই। এছাড়াও তাদেরকে পারাপার করিয়ে দেবার অভিযোগে সাবলু শেখ নামে এক ভারতীয় নাগরিক কে গ্রেফতার করে বিএসএফ। দুর্গানগরে

গতকাল সাহেবগঞ্জ থানায় সকলকে তুলে দেওয়া হলে আজ মঙ্গলবার সাহেবগঞ্জ থানার তরফে দিনহাটা আদালতে পাঠিয়ে দেওয়া হয়। সাহেবগঞ্জ থানার ওসি অ্যান্টনি হোরো জানান গ্রেফতার হওয়া ৪ জন বাংলাদেশীদের মধ্যে দুজন নাবালিকা হওয়ায় তাদের কোচবিহার জুডিশিয়াল আদালতে পাঠানো হয়েছে। বাকি মহিলা সহ একটি ৩ বছরের বাচ্চা এবং ভারতীয় নাগরিক সাবলু শেখ কেও দিনহাটা আদালতে পাঠানো হয়েছে।

দুর্গানগরে বিএসএফের হাতে আটক ৪ বাংলাদেশী, আজ আদালতে তোলা হল

Read More –সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিতর্ক! আক্রমণে মিহির গোস্বামী, পাল্টা জবাব দিলেন উদয়ন গুহ

সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিতর্ক! আক্রমণে মিহির গোস্বামী, পাল্টা জবাব দিলেন উদয়ন গুহ

দুর্গাপূজা নিয়ে অনিশ্চয়তা! আলিপুরদুয়ার কুমোরটুলিতে মুখে হাসি নেই মৃৎশিল্পীদের

রাজ্যে মাধ্যমিকে আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি হাই স্কুলের ৪জন পেল সর্বোচ্চ ৬৯৭ নম্বর

More News- কোচবিহারে দফায় দফায় তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচী

নিজস্ব সংবাদদাতাঃ গতকাল ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস যুবরাজ তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উপরে আক্রমণের ঘটনায় দফায় দফায় কোচবিহারে বিক্ষোভ কর্মসূচি পালন করে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূল কংগ্রেসের পক্ষে কোচবিহার দুই নাম্বার ব্লক রাজারহাটে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়। সেই সাথে টায়ার জ্বালিয়ে রাজ্য সড়কের ওপর বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস কর্মীরা। রাজারহাট অঞ্চল সভাপতি মতিলাল দত্ত বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ওপর আক্রমণের প্রতিবাদে গোটা বাংলা স্বরূপ হয়েছে। আমরাও তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই। ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের পতাকা উড্ডীন হবে। একইসঙ্গে এদিন তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে কোচবিহার দাস ব্রাদার্স চৌপথি তে বিক্ষোভ কর্মসূচি এবং কুশপুতুল দাহ করা হয় ত্রিপুরার মুখ্যমন্ত্রী র। Continue Reading 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments