Thursday, March 28, 2024
Homeকোচবিহারকোচবিহারে যুব তৃনমূলের অস্থায়ী সেফ হোম থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন করোনা...

কোচবিহারে যুব তৃনমূলের অস্থায়ী সেফ হোম থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন করোনা আক্রান্ত রোগী

কোচবিহার:
কোচবিহারে করোনা প্রতিরোধে অন্যতম ঢাল হিসেবে ইতিমধ্যেই নিজের উদাহরণ রেখে চলেছে যুব তৃণমূল নেতৃত্ব। রবিবার তাদের এই কর্মকাণ্ডে আরো এক পালক জোড়া লাগলো। দিন সাতেক আগে সম্পূর্ণ বেসরকারী ভাবে নিজে দের উদ্যোগে কোচবিহারে শুরু হয়েছিল সেফ হোম। যুব তৃণমূল নেতৃত্ব দের তত্ত্বাবধানেই এবং যুব তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক এর ব্যবস্থাপনায় এই পরিষেবা চালু করা হয়েছিল কোচবিহার বাসীর জন্য। রবিবার এখান থেকেই সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন করণা আক্রান্ত ক্ষিতীশ সরকার। তাকে রীতিমত ফুলের মালা দিয়ে স্বাগত জানিয়ে হাততালি দিয়ে উৎসাহিত করলেন যুব তৃণমূল নেতৃত্ব সহ সাধারন মানুষ। অভিজিত বাবু জানান, বিষয়টি খুব আনন্দের। কয়েকদিন আগেই কোন উপসর্গ বিহীনভাবে করণা আক্রান্ত হয়ে তিনি এইখানে আশ্রয় নিয়েছিলেন। গতকাল রাতে তার রিপোর্ট নেগেটিভ আসে। সেফ হোম থেকে

কোচবিহারে যুব তৃনমূলের অস্থায়ী সেফ হোম থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন করোনা আক্রান্ত রোগী

অনান্য খবর- ডক্টর হর্ষবর্ধনের জায়গায় নতুন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হলেন মনসুখ মাণ্ডবিয়া

আজ সকালে তার পরিবারের লোকজন এবং যুব তৃণমূল নেতৃত্ব দের সামনে তাকে শুভেচ্ছা জানিয়ে করণা জয় করার জন্য সংবর্ধনা দিয়ে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তার বাড়ি গুঞ্জ বাড়ি এলাকায়। তিনি আরো বলেন, করোনাকে ভয় নয় সচেতনতায় জয় করতে হবে। কোন অবস্থাতেই ভয় পাবেন না, কোন সমস্যা হলে যুব তৃণমূল নেতৃত্ব আপনাদের পাশে রয়েছে। অপরদিকে আক্রান্ত ক্ষিতীশ বাবু জানান, তিনি সুস্থ হয়েছেন যুব তৃণমূল কংগ্রেস প্রতিনিধিদের পরিষেবার কারণে। এই সেফ হোমে সমস্ত রকম সুযোগ-সুবিধা রয়েছে। অক্সিজেন থেকে উন্নত মানের পুষ্টিকর খাওয়া দাওয়া, সবটাই তিনি পেয়েছেন। 24 ঘন্টা কেউ- না- কেউ তদারকি করেছেন। আর সেই কারণেই তিনি হার্ট সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারছে না। যুব তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগ এবং প্রচেষ্টাকে তিনি সাধুবাদ জানিয়েছেন।

অনান্য খবর- অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজল কলকাতা

পরের খবর- পূর্ব মেদিনীপুরে জেলা প্রশাসনের ব্যাবস্থাপনায় কোভিড ভ্যাকসিন পেল হোম আবাসিকরা

পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের ব্যাবস্থাপনায় নিমতৌড়ী হোমের আবাসিক ও কর্মীদের কোভিড ভ্যাকসিন দেওয়া হল। আজ তমলুক ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক দল হোম ক্যাম্পাসে এসে মোট ৭৭ জনকে ভ্যাকসিন দিলেন রাজ্য সরকারের পক্ষ থেকে ৪৪ বছর পর্যন্ত ৬৮ জন এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ৯ জন টীকা পেল। হোম ক্যাম্পাসে এসে কোভিড ভ্যাকসিন দেওয়ার ব্যাবস্থাপন করার জন্য হোম কর্তৃপক্ষের পক্ষ থেকে জেলা প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়েছে।  পুরো খবর

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments