Sunday, May 5, 2024
Homeকোচবিহারউত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার নবগঠিত কমিটির প্রথম বোর্ড মিটিংয়ে অনুষ্ঠিত হল

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার নবগঠিত কমিটির প্রথম বোর্ড মিটিংয়ে অনুষ্ঠিত হল

কোচবিহারঃ
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা নবগঠিত কমিটির প্রথম বোর্ড মিটিংয়ে আয়োজিত হল। বৃহস্পতিবার দুপুরে সাগরদিঘী সংলগ্ন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা কেন্দ্রীয় কার্যালয়ে এই বোর্ড মিটিং আয়োজিত হয়। সেখানে সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, ভাইস চেয়ারম্যান গৌতম পাল ও ম্যানেজিং ডাইরেক্টর সুনীল আগারওয়াল সহ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বোর্ড মেম্বাররা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এদিন মূলত এই বোর্ড মিটিং NBSTC র আয় কে কিভাবে আরো বাড়ানো যায় সেই দিকেই নজর দেওয়া হয়েছে। কিভাবে সরকারি অব্যবহৃত জমি গুলিকে সরকারি বিধিনিষেধ মেনে তাকে ব্যবহার করে আয় বৃদ্ধি করা যায় সেই ব্যাপারে আলোচনা করা হয়েছে বলে জানা যায়। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানান, কোভিড পরিস্থিতির জন্য আমাদের আয় ১২ কোটি টাকায় এসে দাঁড়িয়েছে। প্রতিবছর আমাদের খরচ হয়ে যাচ্ছে ১৬ কোটি টাকা। আমরা বোর্ড মিটিংয়ে আমাদের আয় কুড়ি কোটি টাকার লক্ষ্যমাত্রায় এনেছি। কিভাবে আয় বাড়ানো যায় তার উপর আমাদের একাধিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। সরকারি বিধিনিষেধ মেনে পড়ে থাকা সরকারি জমি গুলিকে কিভাবে আয় বাড়ানো যায় তার দিকে নজর দেওয়া হবে। “সবুজের পথে হাতছানি”পর্যটন স্পেশাল ট্রেন গুলি কে চালু করা হবে। আমাদের মোট ৬৬৯ টি বাস রয়েছে এরমধ্যে কোভিড পরিচিতির জন্য ৬০০ টির মত বাস চলছে। আগামী দিনে আরো বাস কিভাবে চালানো যায় এই দিকে নজর দেওয়া হবে। কলকাতা থেকে পুজোর আগে পুজো স্পেশাল বাস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে পুজো স্পেশাল বাস চালু করা হবে। তিনি আরো বলেন, মেট্রোপলিটন সিটি গুলি কে চিহ্নিত করে ইলেকট্রিক বাস চালু করার কথা বলা হয়েছে। যেহেতু একভাবে ২০০ কিলোমিটারের বেশি যাতায়াত করতে পারে না। তাই শট রুট গুলো পেয়ে আমরা এই পরিষেবা চালু রাখব। পুজোর আগেই চাঁচল ডিপো চালু হবে। বাকিগুলোও ধাপে ধাপে চালু করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments