Friday, April 26, 2024
Homeআলিপুরদুয়ারযুব নেতার অকাল প্রয়ানে রেড ভলেন্টিয়ার্সের স্বাস্থ্য পরীক্ষা শিবির আলিপুরদুয়ারে

যুব নেতার অকাল প্রয়ানে রেড ভলেন্টিয়ার্সের স্বাস্থ্য পরীক্ষা শিবির আলিপুরদুয়ারে

আলিপুরদুয়ারঃ
আলিপুরদুয়ার এর প্রাক্তন যুব নেতা সত্য রঞ্জয় রায় এর অকাল প্রয়ানে শোকের ছায়া নেমে এল রাজনীতি মহলে। তার স্মৃতির উদ্দেশ্যেই এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল রেড ভলেন্টিয়ার্স। শুক্রবার প্রয়াত সেই প্রাক্তন যুব নেতার স্মৃতির উদ্দেশ্যে আলিপুরদুয়ার বাবুপাড়া টাউন ক্লাবের টাউন হলে এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল রেড ভলেন্টিয়ার্সের এর সদস্যরা। দীর্ঘদিন থেকেই তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন এবং গত ১৪ ই জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা যায়। এদিনের স্বস্থ্য পরীক্ষা শিবিরে মোট ৪৪ জনের স্বাস্থ্য পরীক্ষা করান।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডাঃ সায়ান্হা বিশ্বাস ও প্রসিত বিশ্বাস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুজ কান্ত মিত্র, অনিন্দ্য ভৌমিক, বিশিষ্ট আইনজীবী সোম শঙ্কর দত্ত সহ আরও অনেক। আলিপুরদুয়ার থেকে অর্ঘদীপ দেবনাথ এর রিপোর্ট উত্তরের সংবাদ ২৪×৭

অনান্য খবর- চিলাপাতায় শিশুদের পাশে দাঁড়ালো নিউ জেনারেশন ভলেন্টিয়ার্স নামক এক স্বেচ্ছাসেবী সংস্থা।

যুব নেতার অকাল প্রয়ানে রেড ভলেন্টিয়ার্সের স্বাস্থ্য পরীক্ষা শিবির আলিপুরদুয়ারে

অনান্য খবর- ডিভোর্স হচ্ছে বলিউড অভিনেতা আমির খানের, দীর্ঘ ১৫ বছর সম্পর্কের ইতি

২ বাইক চোরকে গ্রেফতার করে বড় সাফল্য পেলো দলগাঁও বীরপাড়া থানার পুলিশ, উদ্ধার ২২ টি মোটর বাইক

কোচবিহারে পেট্রোল ৯৯.৯৯ প্রতি লিটার, ঘাম ছুটছে সাধারণ মানুষের

বিজেপিতে কাজ করতে না পেরে ময়নাগুড়িতে তৃণমূলে যোগদান পঞ্চায়েত সদস্যের

আফগানিস্তানের সঙ্গে ম্যাচ ড্র , কোয়ালিফায়ার্স এর তৃতীয় রাউন্ডে ভারত

পরের খবর – ওয়েলফেয়ার পার্টির ফ্রি অক্সিজেন পরিষেবা কেন্দ্রের শুভ সূচনা বজবজে

আজ দক্ষিণ ২৪ পরগণা জেলার বজবজ ব্লকে ওয়েলফেয়ার পার্টির উদ্যোগে করোনা মহামারী পরিস্থিতিতে অসুস্থ মানুষদের জন্য ফ্রি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ সেন্টারের সূচনা হলো। আনুষ্ঠানিক ভাবে সূচনা করেন ওয়েলফেয়ার পার্টির রাজ্য সম্পাদক আবু তাহের আনসারী,FITU রাজ্য সভাপতি সেখ মোজাফফর।এছাড়া উপস্থিত ছিলেন যুব নেতা জুলফিকার আলি মোল্লা,ব্লক সভাপতি সেখ সরিফুল ইসলাম,ব্লক সহ-সভাপতি আব্দুল লতিফ সহ অন্যান্য নেতৃবৃন্দ । আবু তাহের আনসারী জানান, টিম ওয়েলফেয়ারের এই ফ্রি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ সেন্টার বিনামূল্যে অসুস্থ রোগীদের সরবরাহ করা হবে।এর সঙ্গে আমরা বর্তমান করোনা পরিস্থিতি ও লকডাউন পরিস্থিতিতে অসহায়-আর্তনাদ মানুষের সহযোগীতায় যাবতীয় কাজ আঞ্জাম দিয়ে চলেছি। পুরো খবর

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments