Tuesday, April 30, 2024
Homeকোচবিহারমেয়ের জন্মদিন উপলক্ষে মৃতা মায়ের স্মৃতিতে পূজোর আগে ১০০টি শাড়ি বিতরণ এক...

মেয়ের জন্মদিন উপলক্ষে মৃতা মায়ের স্মৃতিতে পূজোর আগে ১০০টি শাড়ি বিতরণ এক ব্যক্তির

নিজস্ব সংবাদদাতাঃ
পুজো প্রায় চলে এসেছে, কিন্তু তবুও করোনা পরবর্তী সময়ে এখনো বেশীরভাগ মানুষের আর্থিক দুর্দশার অবস্থা ঘোচেনি সম্পূর্ন ভাবে। তাই এবছর পুজতেও জমা-কাপড় কেনাকাটা করার করার সেরকম কোন ঝোঁক দেখা যাচ্ছে না বেশীরভাগ মানুষের মধ্যেই। এখনও অনেক বয়স্ক মানুষেরা রয়েছেন যারা হয়তো পুজোর সময় নতুন জামা-কাপড় কিনে পড়তে পারেননি অর্থের অভাবে। তাই দুর্গাপূজার প্রাকমুহুর্ত নিজের মেয়ের জন্মদিন উপলক্ষে এবং মৃতা মায়ের স্মৃতি উদ্দেশে এক সহৃদয় ব্যক্তি ১০০টি কাপড় দান করলেন বৃদ্ধাদের মধ্যে।
সেই ব্যক্তি কে প্রশ্ন করলে তিনি জানান, “গত পাঁচ মাস আগে তার বৃদ্ধা মা মারা যান। এবং আজকে মার মৃত্যুর পাঁচ মাস পরে তার মেয়ের জন্মদিনের দিন তার মেয়ে তাকে তার ঠাকুমার মত শহরের অন্যান্য বৃদ্ধা মহিলাদের শাড়ি বিতরণ করার ইচ্ছে জানিয়েছিল। তাই তিনি তার মেয়ের সেই ইচ্ছে পূরণ করতেই আজকে এই উদ্যোগ নিয়েছেন। এবং সারাদিনে তিনি অনেক দুস্থ বৃদ্ধাদের প্রায় ১০০টি শাড়ি বিতরণ করেছেন। এবং এই কাজের মাধ্যমে পুজোর প্রাকমুহুর্তে অনেক বয়স্ক লোকের মুখে হাসি ফোটাতে পেরে তিনি অত্যন্ত খুশি। এবং নিজের মেয়ের নিজের জন্মদিনের দিন এই ধরনের সামাজিক উদ্যোগের কথা ভাবার জন্য তিনি নিজের মেয়ের উপরে অত্যন্ত গর্ববোধ করছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments