Sunday, April 28, 2024
Homeদেশডক্টর হর্ষবর্ধনের জায়গায় নতুন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হলেন মনসুখ মাণ্ডবিয়া

ডক্টর হর্ষবর্ধনের জায়গায় নতুন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হলেন মনসুখ মাণ্ডবিয়া

দেশ:
নতুন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হলেন মনসুখ মাণ্ডবিয়া। ডক্টর হর্ষবর্ধনের বদলে তিনি এই দায়িত্ব পেলেন। এতদিন বন্দর, জাহাজ ও জলপথ, রাসায়নিক ও সার মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন মনসুখ। তবে এবার তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল হল। এদিনই পদত্যাগ করেন হর্ষবর্ধন। তাঁর বদলে নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন মনসুখ।

ডক্টর হর্ষবর্ধনের জায়গায় নতুন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হলেন মনসুখ মাণ্ডবিয়া

আরো খবর পড়ুন……

সিদ্ধান্ত বদল, ইস্তফা প্রত্যাহার করলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ

রাজ্য:
দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর উপর গোঁসা করে বুধবার সকাল দলের যুব মোর্চার সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সৌমিত্র খাঁ। শুধু তাই নয় ফেসবুক লাইভে এসে রীতিমতো ক্ষোভ উগরে দেন শুভেন্দুর বিরুদ্ধে। সন্ধ্যা হতেই বরফ গলে জল। কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপে নিজের সিদ্ধান্ত বদল করলেন তিনি। ফের একবার ফেসবুক পোস্টে জানালেন তিনি যুব মোর্চার সভাপতি পদেই থাকছেন। মাত্র কয়েকঘণ্টার মধ্যে সৌমিত্র খাঁর এই অবস্থান বদল নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। জানা গিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কে স্বয়ং এই ইস্তফার বিষয় নিয়ে হস্তক্ষেপ করতে হয় । কেন্দ্রীয় BJP নেতা বিএল সন্তোষ ও যুব নেতা তেজস্বী সূর্যও সৌমিত্র খাঁয়ের সঙ্গে কথা বলেছেন।

অনান্য খবরদিল্লীতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের সাথে বিশেষ বৈঠকে নিশীথ-শুভেন্দু

সিএসসি কর্মী পরিচয় দিয়ে আধার রেজিস্ট্রেশন করাতে গিয়ে বুড়িরহাট থেকে গ্রেফতার ৩ যুবক

দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ালো হৃদয় ভগৎ সিং ফালাকাটার সদস্যরা

জলপাইগুড়ি শিশু চাইল্ড ডেভলপমেন্ট ফোরামের মানবিক উদ্যোগ

বাসন্তীরহাট কুমুদিনী উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন হল

এদিন ফেসবুক লাইভে সৌমিত্র বলেছিলেন, ‘তিনি নিজেকে জাহির করছেন। দলকে জাহির করছেন না। এখন যিনি নেতা হয়েছেন, তাঁর ফোকাস এক জায়গায় চলে গিয়েছে। তিনি দিল্লি গিয়ে কেন্দ্রীয় নেতাদের ভুল বোঝাচ্ছেন। তিনি যেন একাই আত্মত্যাগ করছেন, আমরা যেন করছি না। আমাদের রাজ্য সভাপতিকে বললে তিনি পুরোটা বোঝেন না। বাংলায় BJP যেভাবে চলছে, তাতে কিছু হবে না। নরেন্দ্র মোদী যতদিন থাকবেন BJP-তে থাকব। আমি নি:স্বার্থভাবে লড়াই করছি। বিরোধী দলনেতাকে বলব, আয়নায় মুখ দেখতে। কেন্দ্রীয় নেতৃত্বকে ভুল বোঝাবেন না। এভাবে চললে BJP এগোবে না বাংলায়’।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments