Saturday, April 27, 2024
HomeBreaking news১ মার্চ বাংলায় ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে, কড়া পদক্ষেপ কমিশনের

১ মার্চ বাংলায় ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে, কড়া পদক্ষেপ কমিশনের

ভোটের আগেই ১ মার্চ রাজ্যে ১০০ কেন্দ্রীয় কোম্পানি (Central Force)। ৭ মার্চ আসছে আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কমিশনের ফুল বেঞ্চের আগেই আসছে কেন্দ্রীয় বাহিনী। ৩ মার্চ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সন্দেশখালি নিয়ে প্রতিদিনের রিপোর্ট তলবের মধ্যেই আসছে কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী।

লোকসভা ভোটে গোটা দেশের মধ্যে বাংলার জন্যই সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী চাইল জাতীয় নির্বাচন কমিশন। ৯২০ কোম্পানি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়ে এই সংখ্য়ক বাহিনী চেয়েছে কমিশন। বাংলার পর দ্বিতীয়স্থানে রয়েছে জম্মু কাশ্মীর। কিছুদিন বাদেই লোকসভা ভোটের দিন ঘোষণা হয়ে যাবে।তৃণমূল হোক কিংবা বিজেপি, সিপিএম হোক বা কংগ্রেস, প্রত্য়েকটি দল নিজের মতো করে প্রস্তুতিও শুরু করে দিয়েছে। তোড়জোড় শুরু করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনও। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে লোকসভা ভোটে গোটা দেশের মধ্য়ে বাংলার জন্যই সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী চাইল জাতীয় নির্বাচন কমিশন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে পাঠানো চিঠিতে কমিশন জানিয়েছে, লোকসভা ভোটে বাংলায় তারা ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চায়।

সূত্রের খবর ১ মার্চ ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে বাংলায়, ৭ মার্চ আরো ৫০ কোম্পানি আসবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments