Saturday, April 27, 2024
Homeদিল্লিআজই লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন, বাংলায় কয় দফায় ভোট?

আজই লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন, বাংলায় কয় দফায় ভোট?

আজ শনিবারই লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়তে চলেছে। দুপুর ৩টেয় সাংবাদিক বৈঠক করবে নির্বাচন কমিশন। সাংবাদিক বৈঠক থেকেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হবে। কবে থেকে ভোট শুরু হবে? কত দফায় ভোট হবে? এই নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ভোট ঘোষণার সঙ্গে সঙ্গেই আদর্শ আচরণবিধি  চালু হবে। 

বাংলায় কত দফায় ভোট?
 ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বাংলায় ৭ দফায়  ভোটগ্রহণ করা হয়েছিল। এবার ১ দফায় ভোট করার দাবি জানিয়েছে বাংলার শাসকদল তৃণমূল। শেষ পর্যন্ত কি শাসকদলের সেই দাবি মেনে নেবে কমিশন? বস্তুত, এ বছর বাংলায় সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে। ফলে মনে করা হচ্ছে, এ বছর গতবারের মতোই ৭ দফায় ভোট হতে পারে। আবার রাজনৈতিক মহলের একাংশের অনুমান, গতবারের থেকেও বেশি দফায় ভোট হতে পারে বাংলায়। তবে শেষ পর্যন্ত বাংলায় এবছর কত দফায় ভোট হয়, তা জানা যাবে বিকেলে। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments