রাহুল দেব বর্মন এর রিপোর্ট
সিএসসি পরিচয়ে গ্রেফতার হলেন ৩ যুবক। রবিবার দিনহাটা ২ নম্বর ব্লকের বুড়িরহাট ১নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে নিজেদের CSC এম্প্লোয়ী পরিচয় দিয়ে বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের মোবাইল ও আঁধার কার্ড নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করাতে গিয়ে বিপাকে পড়ল কিশামত দশগ্রাম এলাকার ১৭ বছর বয়সী তিন যুবক। বেশ কয়েকটি বাড়িতে এহনো রেজিস্ট্রশন করার পর স্থানীয়দের প্রশ্নের জবাবে উত্তর দিতে গিয়ে ওই তিন যুবকের কথায় অসংযত থাকায় স্থানীয়রা তাদের আটকে রাখে। খবর দেওয়া হয় ব্লক অফিস এবং সাহেবগঞ্জ থানায়। প্রায় ৩০মিনিট পর সাহেবগঞ্জ থানার পুলিশ এসে ওই তিন যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। আজকের এই পুরো বিষয় নিয়ে ইতিমধ্যে জেলা ও ব্লক প্রশাসনকে জানিয়েছে স্থানীয়রা। জেলা ও ব্লক প্রশাসন সূত্রে জানানো হয়েছে পুরো বিষয়টি নিয়ে তদন্ত করা হবে।

সিএসসি কর্মী পরিচয় দিয়ে আধার রেজিস্ট্রেশন করাতে গিয়ে বুড়িরহাট থেকে গ্রেফতার ৩ যুবক

অনান্য খবর- শৌলমারিতে মাদ্রাসা স্কুল রুমের তালা ভেঙে ১০টি কম্পিউটার চুরি,ব্যাপক চাঞ্চল্য

দিনহাটায় করোনাতে আক্রান্তে মৃতার স্মৃতির উদ্দেশ্যে অসহায় মানুষদের খাদ্য সামগ্রী বিলি

টি-২০ বিশ্বকাপ আয়োজনের জন্য বিসিসিআইকে ২৮শে জুন পর্যন্ত সময় দিল আইসিসি

করোনা আবহে মাস্ক পড়ার আবেদনে নিজের লেখা গান গেয়ে জনপ্রিয় ময়নাগুড়ির কোকো

বিনামূল্যে রেশন,স্বাস্থ্য সাথী কার্ড‌, এনপিআর ও এনআরসি থেকে বাঁচতে তৃনমূলকে ভোট দিনঃ মমতা

পরের খবর- হুল দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান করণদিঘির আলতাপুর হাই স্কুলে

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং অনগ্রসর সম্প্রদায় কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান হুল দিবস আয়োজন করা হয় । অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় করণদিঘি থানার অন্তর্গত আলতাপুর হাই স্কুল প্রাঙ্গণে। চলবে আগামীকাল পর্যন্ত। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আজ উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী মহম্মদ গোলাম রব্বানী । এরপর সিধু কানুর শহীদ বেদীতে সকালেই পুষ্প নিবেদন করে মাল্যদান করেন। এছাড়াও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন, জেলা শাসক অরবিন্দ কুমার মিনা,করণদিঘির বিধায়ক গৌতম পাল, বিডিও নিতিশ তামাং পুলিশ সুপার সুমিত কুমার সহ অন্যান্য আধিকারিকগণ । পুরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *