Saturday, May 4, 2024
Homeদেশপ্রথম দফার ভোটের পরের দিনই মৃত্যু বিজেপি প্রার্থীর

প্রথম দফার ভোটের পরের দিনই মৃত্যু বিজেপি প্রার্থীর

ভোটগ্রহণের দিন গিয়েছিলেন হাসপাতালে, পরদিনই মৃত্যু বিজেপি প্রার্থীর।

বিজেপি প্রার্থী কানওয়ার সরবেশ কুমারের ভোটগ্রহণের পরদিনই মৃত্যু হল। শুক্রবার তাঁর লোকসভা কেন্দ্র মোরাদাবাদে ভোটগ্রহণ হয়। আর শনিবার চিকিৎসার সময় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে (এইমস) তাঁর মৃত্যু হয়েছে।শুধু তাই নয়, শনিবার বিকাল ৪ টে ৪৫ মিনিটে ফেসবুক লাইভ এ এসে তিনি উত্তরপ্রদেশের দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষাতে সফল হওয়া শুভেচ্ছা নিয়ে প্রার্থীদের জন্য শুভেচ্ছাবার্তাও পোস্ট করা হয়েছিল। কিন্তু রাতের দিকে মোরাদাবাদ সিটির বিজেপি বিধায়ক রীতেশ গুপ্তা তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন। তিনি জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু মোরাদাবাদ লোকসভা কেন্দ্রের ৭২ বছরের বিজেপি প্রার্থীর মৃত্যু হয়েছে। তাঁর প্রয়াণে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও শোকপ্রকাশ করেছেন। তিনি বলেন, 'মোরাদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এবং প্রাক্তন সাংসদ কানওয়ার সরবেশ কুমারজির প্রয়াণের খবরে আমি হতবাক। বিজেপি পরিবারের জন্য এটা অপূরণীয় ক্ষতি। তাঁর শোকস্তব্ধ পরিবারের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। ভগবান শ্রীরামের কাছে প্রার্থনা করব যে তাঁর (বিজেপি প্রার্থী) বিদেহী আত্মাকে যেন তাঁর (শ্রীরাম) পায়ের কাছে ঠাঁই দেন এবং এই বেদনা সহ্য করার যেন ক্ষমতা প্রদান করেন তাঁর পরিবারের সদস্য এবং তাঁর অনুগামীদের।' উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি ভূপেন্দ্র চৌধুরী বলেছেন, ‘কানওয়ার সরবেশ কুমার প্রয়াত হয়েছেন। গলায় কিছু সমস্যা ছিল ওঁনার। অপারেশন করা হয়েছিল। গতকাল চেক-আপের জন্য উনি এইমসে গিয়েছিলেন।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments