Saturday, April 27, 2024
Homeআলিপুরদুয়ারমাদারিহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পূর্ণবয়স্ক হাতির, উদ্বিগ্ন বনকর্তারা

মাদারিহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পূর্ণবয়স্ক হাতির, উদ্বিগ্ন বনকর্তারা

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল পূর্ণবয়স্ক স্ত্রী মাদি হাতির। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে মাদারিহাটের মধ্য খয়েরবাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তর।

জলদাপাড়া জাতীয় উদ্যানের সহকারি বন্যপ্রাণ সংরক্ষক নভজিত দে জানান, একটি হাতির দল স্থানীয় গোপাল ছেত্রীর সুপারি বাগানে ঢুকেছিল। ওই সুপারি বাগানের ভেতর দিয়ে ১১ হাজার ক্ষমতা সম্পন্ন বিদ্যুতবাহী তার বহুদিন ধরে অনেকটা নীচ দিয়ে ঝুলছিল। সম্ভবত হাতিটি সুপারি গাছ টানতে গিয়ে ওই তারের সংস্পর্শে চলে আসে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তিনি জানান, শনিবার দেহ ময়নাতদন্ত করা হবে। এরপরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সম্প্রতি, বক্সার জঙ্গল লাগোয়া শিলটং পাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পূর্ণবয়স্ক দাঁতালের মৃত্যু হয়। বন দপ্তর তদন্তে নেমে ঘটনাস্থলের আশপাশ থেকে বেশ কিছু বিদ্যুতের তার উদ্ধার করেন। সেই ঘটনায়ও বিদ্যুৎস্পৃষ্ট হয়েই ওই হাতিটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান করে বন দপ্তর।

প্রসঙ্গত, এলাকায় হাতির হানা রুখতে এবং ফসল বাঁচাতে একাধিক জায়গায় বিদ্যুতের তার লাগানোর নজির রয়েছে। এর ফলে এলাকায় খাবারের খোঁজে এসে বিভিন্ন সময়ে হাতির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনাও দেখা গিয়েছে। বন দপ্তরের তরফে প্রায়ই স্থানীয়দের বিদ্যুতের তার লাগানোর বিষয়ে সচেতন করা হয়। কিন্তু তা উপেক্ষা করেই হাতি হানা থেকে ফসল বাঁচাতে বিদ্যুতের তার লাগিয়ে থাকেন স্থানীয়দের একাংশ। যার ফলস্বরূপ এমন ঘটনা ঘটে বলে দাবি করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments