Saturday, April 27, 2024
Homeআলিপুরদুয়ারমাধ্যমিকে ৬৯৭, পরীক্ষায় না বসতে পেরে আক্ষেপ আলিপুরদুয়ারের অর্ঘ দ্বীপ দেবনাথের

মাধ্যমিকে ৬৯৭, পরীক্ষায় না বসতে পেরে আক্ষেপ আলিপুরদুয়ারের অর্ঘ দ্বীপ দেবনাথের

আলিপুরদুয়ার ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র অর্ঘ দ্বীপ দেবনাথ এবার মাধ্যমিকে ৬৯৭ পেয়েছে । ছোট বেলা থেকেই ক্লাসে প্রথম হয় অর্ঘ দ্বীপ। এবার জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে পারে নি অর্ঘ দ্বীপ। সেই আক্ষেপ রয়েছে। তবুও রেজাল্টে খুশি সে। আপাতত উচ্চমাধ্যমিক সম্পূর্ন করে জয়েন্ট দেবে সে। পরবর্তীতে কি করবে তা এখনও ভাবেনি অর্ঘ দ্বীপ। বাবা তপন দেবনাথ রেলের অফিসার। মা কাবেরি দেবনাথ গৃহবধু। ম্যাক উইলিয়াম স্কুলে একমাত্র অর্ঘ দ্বীপ এত বেশি নম্বর পেয়েছে। খুশি স্কুলের শিক্ষকরা। কোভিড পরিস্থিতিতে স্কুলের হতাশা কাটিয়ে দিয়েছে অর্ঘ দ্বীপ বলে জানালেন স্কুলের শিক্ষকরা। অংক, জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান ও ভুগোলে ১০০ তে ১০০ পেয়েছে অর্ঘ দ্বীপ। অন্যান্য গুলোতে ১০০ তে ৯৯ নম্বর পেয়েছে অর্ঘদ্বীপ।

মাধ্যমিকে ৬৯৭, পরীক্ষায় না বসতে পেরে আক্ষেপ আলিপুরদুয়ারের অর্ঘ দ্বীপ দেবনাথের

পরের খবর- Publish on: Apr 30, 2021 :- করোনার জেরে বাতিল হল একাদশ শ্রেণির পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিজের স্কুলে, সময় পরিবর্তিত হচ্ছে

করোনার জেরে রাজ্যে বাতিল হল একাদশ শ্রেণির পরীক্ষা। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে নিজের স্কুলেই। তবে পরীক্ষার সময় সূচি পরিবর্তন করা হয়েছে। সকাল ১০ টার পরিবর্তে পরীক্ষা শুরু হবে দুপুর ১২ টা থেকে। দুপুর ১২ টা থেকে ৩ টা ১৫ পর্যন্ত পরীক্ষা চলবে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ। পাশাপাশি কভিড বিধি নিয়ে লক্ষ্য রাখছে সংসদ। প্রয়োজনে পরিস্থিতি অনুসারে পরবর্তীতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ সূত্রে জানা গেছে।

পরের খবর- Publish on: Mar 10, 2021 :- আলিপুরদুয়ারের কুমারগ্রামে লগ্নভ্রষ্টা মেয়ের সম্মান রক্ষা করল সিভিক ভলেন্টিয়ার্স

মিল্টন সরকার,আলিপুরদুয়ারঃ লগ্নভ্রষ্টা মেয়ে কে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিলেন সিভিক ভলেন্টিয়ার্স। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকে এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় শুধু জেলা নয় এই খবর ছড়িয়ে পড়ে রাজ্য জুড়ে। ওই সিভিক ভলেন্টিয়ার্স কে অনেক বাহবা দিয়েছেন প্রত্যেকেই। সিভিক ভলেন্টিয়ার্স এর নাম ধীরেশ দাস। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে সুপ্রিয়া দাস, তার বাবা রাজু দাস পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। জানা গেছে মাসখানেক আগেই আলিপুরদুয়ার কোর্টে কর্মরত সরকারি হোমগার্ড মিন্টু বর্মন এর সঙ্গে তার পরিবার ঘটকের মারফত বিয়ে ঠিক করে। পুরো খবর

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments