Tuesday, April 30, 2024
HomeBreaking newsশিলিগুড়ি পুর-বাজেটের বিরোধিতা করে বাজেট বয়কট বিরোধিদের

শিলিগুড়ি পুর-বাজেটের বিরোধিতা করে বাজেট বয়কট বিরোধিদের

শিলিগুড়ি পুরসভার ২০২৪ এর বাজেট সভা অনুষ্ঠিত হল পুরকক্ষে।এদিনের বাজেট ঘিরে তুলকালাম পুরভবন।বাজেট আলোচনা চলাকালীন বাজেটের নথি ছিড়ে বিক্ষোভ প্রদর্শন করে বাম কাউন্সিলাররা।তারপর পুরবাজেট বয়কট করে বাম কাউন্সিলররা।এদিন বাজেটে গরহাজির থাকতে দেখা গেল কংগ্রেসও।মঙ্গলবার পুরসভার ১০কোটি ৫৩লক্ষ টাকার ঘাটতি বাজেট পেস করেন মেয়র গৌতম দেব।সেই সময়ই এবারের বাজেটকে গতানুগতিক ও গরীব বিরোধী বাজেট বলে সমালোচনা করেন বিরোধীরা।

আগে থেকেই নিতিহীন,দিশাহীন বাজেট বলে মন্ত্যব্য করে বাজেট সভা বয়কট করেছে কংগ্রেস কাউন্সিলর সুজয় ঘটক।এরপর শুক্রবার বাজেট অধিবেশনে বাজেটের নথী ছিড়ে তীব্র সমালোচনা করেন বাম কাউন্সিলাররা।তারা জানান,কেন্দ্র ও রাজ্যের প্রকল্প গুলিকে নিজেদের প্রকল্প বলে মানুষের সামনে তুলে ধরা হয়েছে যা সম্পুর্ন অনৈতিক।

পাশাপাশি পুরসভার তৈরি ‘রিপোর্ট কার্ড’এ রাজনৈটিক রঙ লাগাবার অভিযোগ তোলেন শরদিন্দু চক্রবর্তী ও মৌসুমী হাজরা।বাজেট চলাকালীন বাজেট সভা বয়কট করে পুরসভার বিরোধী দল বিজেপি।বিরোধী দলনেতা অমিত জৈনের নেতৃত্বে বিজেপি কাউন্সিলররা নিতিহীন,দিশাহীন বাজেটের আখ্যা দিয়ে বাজেট সভা ত্যাগ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments