Tuesday, April 30, 2024
HomeরাজনীতিLok Sabha: লোকসভার আগে মহাবিপদ, চাপের মুখে ইন্ডিয়া মহাজোট।

Lok Sabha: লোকসভার আগে মহাবিপদ, চাপের মুখে ইন্ডিয়া মহাজোট।

Uttorer Sangbad :  Lok Sabha আবারও নীতীশ কুমারের রাজনৈতিক ‘পালটি’ খাওয়ার সিদ্ধান্ত কার্যত পাকা। শোনা lযাচ্ছে, আগামী ২৮ জানুয়ারি গেরুয়া শিবিরে ফিরতে চলেছেন তিনি। NDA জোটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন JDU সুপ্রিমো। এই মুহূর্তে জল্পনা তুঙ্গে। জানা যাচ্ছে, আগামী রবিবার সপ্তমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন নীতীশ কুমার। তবে ফের একবার BJP জোটের অংশ হয়ে। সূত্র মারফত জানা যাচ্ছে, ২৮ তারিখ নিজের সমস্ত পূর্ব নির্ধারিত অনুষ্ঠান বাতিল করেছেন নীতীশ কুমার। মহারানা জয়ন্তী উপলক্ষে একটি জনসভা ছিল তাঁর। কিন্তু, তা বাতিল করা হয়েছে বলে খবর।

উল্লেখ্য ২০২২ সালে JDU এর সুপ্রিমো, বিজেপির সঙ্গ ছেড়ে লালু প্রসাদ যাদবের সঙ্গে হাত মিলিয়েছিলেন নীতীশ কুমার। ২০১৭ সালের পর যা ছিল তাঁর সাম্প্রতিক রাজনৈতিক পালটি। ইন্ডিয়া জোট তথা বিহারের রাজনৈতিকে কার্যত আলোড়ন পড়ে গিয়েছে এই খবর ছড়িয়ে পড়তেই। জানা যাচ্ছে, নয়া এই সরকারের উপ মুখ্যমন্ত্রী হতে পারেন সুশীল মোদী। JDU তাদের সমস্ত বিধায়ককে পটনায় একটি বৈঠকে অংশ নিতে বলেছে। এদিকে, দিল্লিতে ধারাবাহিকভাবে শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন BJP-র বিহারের নেতারা। ফলে গেরুয়া শিবির ফের একবার নীতীশকে আলিঙ্গন করার সিদ্ধান্ত পাকা করে ফেলেছে তা কার্যত স্পষ্ট হচ্ছে। এখন জল্পনায় সিলমোহর পড়া কেবলমাত্র সময়ের অপেক্ষা বলেই মনে করছেন রাজনৈতিক কারবারিরা।

ইন্ডিয়া জোট তথা বিহারের রাজনৈতিকে কার্যত আলোড়ন পড়ে গিয়েছে এই খবর ছড়িয়ে পড়তেই। জানা যাচ্ছে, নয়া এই সরকারের উপ মুখ্যমন্ত্রী হতে পারেন সুশীল মোদী। JDU তাদের সমস্ত বিধায়ককে পটনায় একটি বৈঠকে অংশ নিতে বলেছে। এদিকে, দিল্লিতে ধারাবাহিকভাবে শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন BJP-র বিহারের নেতারা। ফলে গেরুয়া শিবির ফের একবার নীতীশকে আলিঙ্গন করার সিদ্ধান্ত পাকা করে ফেলেছে তা কার্যত স্পষ্ট হচ্ছে। এখন জল্পনায় সিলমোহর পড়া কেবলমাত্র সময়ের অপেক্ষা বলেই মনে করছেন রাজনৈতিক কারবারিরা।

Lok Sabha: লোকসভার আগে মহাবিপদ, চাপের মুখে ইন্ডিয়া মহাজোট।

RepublicDay: জাতীয় পতাকা বিক্রির হিড়িক আলিপুরদুয়ারে

যদিও JDU-র পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এই সিদ্ধান্ত প্রায় পাকা হয়ে গিয়েছে। জল্পনার অবসান হতে চলেছে খুব শীঘ্রই। রবিবারই BJP-র সঙ্গে হাত মিলিয়ে NDA-তে প্রত্যাবর্তন করতে পারেন নীতীশ কুমার। লোকসভা ভোটের আর বেশি দেরি নেই। ২৪-এর নির্বাচনে BJP-র বিরুদ্ধে বিরোধী শিবিরকে একজোট করার ক্ষেত্রে এই নীতীশ কুমারই প্রথম উদ্যোগ নিয়েছিলেন। বিরোধীদের সেই জোটের নাম রাখা হয় I.N.D.I.A। কিন্তু, গত বছরের মাঝামাঝি যে নীতীশ কুমারে ডাকে পটনায় এই জোট শুরু হয়, সেই বিহারের মুখ্যমন্ত্রীই এবার জোট ছাড়তে চলেছেন বলে খবর কার্যত নিশ্চি। ভোটের আগে তিনি ফের একবার হাত মেলাতে চলেছেন পুরনো সঙ্গী BJP-র সঙ্গেই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments