Tuesday, April 30, 2024
Homeরাজ্যহাতির হানায় মাধ্যমিক ছাত্রর মৃত্যু,পরীক্ষার্থীদের নিরাপত্তায় ৮ দফা গাইডলাইন নবান্নের

হাতির হানায় মাধ্যমিক ছাত্রর মৃত্যু,পরীক্ষার্থীদের নিরাপত্তায় ৮ দফা গাইডলাইন নবান্নের

মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে বৃহস্পতিবার জলপাইগুড়িতে মর্মান্তিক মৃত্যু হয়েছে পরীক্ষার্থীর। বৃহস্পতিবার সকালে বাবার সঙ্গে স্কুটিতে চড়ে জঙ্গলের ভিতরের রাস্তা দিয়ে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল অর্জুন দাস নামে ওই পরীক্ষার্থী। সেসময় দলছুট একটি দাঁতাল আচমকা হামলা চালায়। অর্জুনকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারে হাতি। মারাত্মক জখম অবস্থায় অর্জুনকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। আর তারপরই জঙ্গল এলাকায় পরীক্ষার্থীদের নিরাপত্তার জন্য ৮ দফা গাইডলাইন বেঁধে দিল নবান্ন।

বনদপ্তরের উদ্দেশে অতিরিক্ত মুখ্যসচিব বিবেক গুপ্তা একটি গাইডলাইন (Guidlines) জারি করেছেন। তাতে জঙ্গল এলাকার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, হাতি কিংবা অন্যান্য বন্যপ্রাণীর (Wild animals) হামলা যাতে তাদের আতঙ্কিত করতে না পারে, সেসব দিকে বিশেষভাবে নজর রাখতে বলা হয়েছে বনদপ্তরের কর্মীদের। পরীক্ষা চলাকালীন ছুটি বাতিল সমস্ত বনকর্মীদের। একনজরে দেখে নেওয়া যাক আট দফা গাইডলাইন –

  • হাতি (Elephants) ও অন্যান্য বন্যপ্রাণীদের করিডর দিয়ে নিরাপদ রাস্তা খুঁজে দিতে হবে পরীক্ষার্থীদের জন্য।
  • ডিএফও-র দায়িত্ব, টানা মাইকিংয়ের (Miking) মাধ্যমে নাগরিকদের সতর্ক করতে হবে।
  • হাতির যাতায়াত করা এলাকায় সাময়িকভাবে প্রবেশ ও প্রস্থানপথে ব্যারিকেড বসাতে হবে।
  • জঙ্গল এলাকায় নিরাপদে যাতায়াতের জন্য বিশেষ গাড়ি ‘ঐরাবত’কে প্রস্তুত রাখবে বনদপ্তর।
  • প্রয়োজনে সেই গাড়িতে পরীক্ষার্থীদের পৌঁছে দিতে হবে।
  • পরীক্ষা চলাকালীন বনদপ্তরের সমস্ত কর্মীর ছুটি বাতিল।
  • পুলিশ ও জেলা প্রশাসন খতিয়ে দেখবে প্রস্তুতি।
  • বিশেষ বিশেষ এলাকায় যাতায়াতের ক্ষেত্রে ডিআই, আরটিও, জেলা প্রশাসনিক কর্তাদের সজাগ থাকতে হবে।

বনদপ্তরের দাবি, জঙ্গলের মধ্যে ওই রাস্তা চলাফেরা নিষিদ্ধ। তবু বহু মানুষ অত্যাধিক সাহস দেখিয়ে ওই রাস্তা দিয়ে আসা-যাওয়া করেন। তারই বলি হয়েছে ওই পড়ুয়া। তবে এবার থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তার জন্য গাইডলাইন বেঁধে দিল নবান্ন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments