Saturday, April 27, 2024
Homeরাজনীতিমমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফর নিয়ে এবার তীব্র কটাক্ষ করলেন দিলীপ ঘোষ

মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফর নিয়ে এবার তীব্র কটাক্ষ করলেন দিলীপ ঘোষ

নিউজ ডেস্কঃ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফর নিয়ে এবার তীব্র কটাক্ষ শোনা গেল BJP-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের কণ্ঠে। জলপাইগুড়ি থেকে এদিন তৃণমূল সুপ্রিমোকে তোপ দেগে তিনি বলেন, ‘এখন থেকে নির্বাচন শেষ না হওয়া পর্যন্তও যদি গোয়াতে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় তবুও একটি আসনে তিনি জয়ী হতে পারবেন না।’

তিনবার বাংলার মসনদ দখল করার পর এবার দিল্লিই লক্ষ্য তৃণমূলের। ধীরে ধীরে জাতীয় স্তরে শক্তি বাড়াচ্ছে ঘাসফুল শিবির। ত্রিপুরা এবং গোয়ার বিধানসভা নির্বাচনে BJP-কে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। বৃহস্পতিবার গোয়া সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফরের আগেই গোয়ার একাধিক জায়গায় নেত্রীর ছবি, ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনাগুলির জন্য BJP-র দিকেই অভিযোগের আঙুল তুলেছে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন।

কিন্তু, পালটা তৃণমূলকে বিঁধে বৃহস্পতিবার দিলীপ ঘোষ বলেন, ‘হাজার হাজার মানুষ গোয়ায় যান। মুখ্যমন্ত্রীও যাচ্ছেন। কিন্তু, এমনভাবে প্রচার করা হচ্ছে যেন গোয়াতে মমতা বন্দ্যোপাধ্যায় পা রাখলেই ভূমিকম্প হবে। গোয়ার BJP সভাপতি ঠিক বলেছেন, এখন থেকে নির্বাচন পর্যন্ত গোয়াতে থাকলেও একটিও আসন পাবে না তৃণমূল। TMC-র নেতারা সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে, অন্যের বাড়িতে জোর করে যাচ্ছেন এবং চা খাচ্ছেন। সাধারণ মানুষ কী আর তাড়িয়ে দেবে! কিন্তু, গোয়ার বাসিন্দাদের মাথা খারাপ হয়নি। এখন মাথা খারাপ না হলে কেউ তৃণমূলে যায় না। গোয়ার বাসিন্দারা উন্মাদ নন। বাংলায় হিংসার ঘটনা সম্পর্কে তাঁরা জানেন।’

উল্লেখ্য, গোয়া দখল করতে ভোট যুদ্ধের ময়দানে নেমেছে তৃণমূল। গোয়ার ২ বারের মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো সহ আরও ৭ জন কংগ্রেস নেতা তৃণমূলে যোগ দেওয়ায় হাত শক্ত হয়েছে ঘাসফুল শিবিরের। যদিও এই যোগদান প্রসঙ্গে দিলীপর কটাক্ষ, ‘নিশ্চই বড় কোনও ডিল হয়েছে।’ কিন্তু, বিরোধী কটাক্ষ এড়িয়ে এই নতুন রাজ্যে সবুজ শিবিরের দূর্গ প্রতিষ্ঠা করতে চাইছেন তৃণমূল নেতারা। এই লক্ষে বাবুল সুপ্রিয়, ডেরেক ও’ব্রায়েন সহ একাধিক তৃণমূল নেতা গোয়াতে যাচ্ছেন। গোয়াতে তৃণমূলের হয়ে প্রচার প্রসঙ্গে বাবুল সপ্রিয় বলেছিলেন, ‘ দল এই প্রথম কোনও দায়িত্ব দিয়েছে। ভালো ভাবে পালন করব।’এদিকে রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments