Thursday, May 2, 2024
Homeকোচবিহারউপনির্বাচনের প্রাক্কালে বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে জেলাশাসক এর দারস্থ পার্থ প্রতিম...

উপনির্বাচনের প্রাক্কালে বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে জেলাশাসক এর দারস্থ পার্থ প্রতিম রায়

২৮ অক্টোবর:- গতকাল বিএসএফ জওয়ানদের সাথে বিজেপি নেতাদের দেখা করাকে কেন্দ্র করে জেলা শাসকের কাছে অভিযোগ পত্র জমা পার্থ প্রতিম রায়ের।আজ বেলা ১০:৩০ টা নাগাদ জেলা শাসকের করনে এই অভিযোগ পত্র নিয়ে যান পার্থ বাবু সহ তৃণমুলে কার্য কর্তারা।

তেনোদের অভিযোগ,কোচবিহারে বিজেপি বিএসএফ এর ডি আই জির বৈঠক নির্বাচনকে প্রভাবিত করার চক্রান্ত ও অভিসন্ধিমুলক।

কোচবিহার জেলার দিনহাটার উপনির্বাচন এর প্রাকমুহুর্তে নির্বাচনী আচরণবিধির তোয়াক্কা না করে অভিসন্ধি মনে বৈঠক করলেন কোচবিহারের ২ নং ব্লকের গোপালপুর কাকরি বাড়িতে। সেই বৈঠকে ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং কোচবিহার জেলা সভানেত্রী মালতি রাভা।

সাংবাদিক বৈঠক করে পার্থ প্রথম রায় জানান, নির্বাচনের সন্ধিক্ষণে এরকম একটা বৈঠক নিতান্তই সৌজন্যমূলক নয়। এটা বিজেপির উদ্দেশ্যে প্রণোদিত ও এর পেছনে নিশ্চয়ই কোন বড় রকম দুরভিসন্ধি মূলক ব্যাপার আছে এবং নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে আছে বলেই আমরা মনে করি।
তিনি দুটো প্রশ্ন করেন বিজিবি উদ্দেশ্যে যে 1.নির্বাচনের সময় যেখানে মডেল কন্ডাক্ট কোড অফ অ্যাক্ট চালু রয়েছে সেখানে এরকম বৈঠক করা যায় না।

  1. নির্বাচনের সময় ইলেকশন রিলেটেড ডাইরেকশন বিজেপিকে দিয়ে গেলেন কী না।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments