Monday, April 29, 2024
Homeরাজনীতিকার দখলে বাংলা ? তৃণমূল নাকি বিজেপি ! ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের

কার দখলে বাংলা ? তৃণমূল নাকি বিজেপি ! ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের

বাংলা এবার কার দখলে ? তৃণমূল নাকি বিজেপি ! ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের

২০২১ সালের বিধানসভার নির্বাচনের ক্ষেত্রে বাংলাকে জয় করার জন্য প্রাণ পণ লাগিয়ে দিয়েছিল বিজেপিরা। সেই সময় এক সঙ্গে জোট ও বেঁধেছিলো বাম-কংগ্রেসও। কিন্তু বিরোধী পক্ষের সব বুদ্ধি নষ্ট করে দিয়ে, বিপুল ভোটে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। গতবারের বিধানসভায় তৃণমূলের বিপুল ভোটে জয়ী হবার লক্ষ্যে প্রধান কর্তৃত্ব পালন করেন প্রশান্ত কিশোর। তৃণমূলের নির্বাচনের রণকৌশল থেকে শুরু করে প্রার্থী ছাঁটাই, ইস্তেহার সবকিছুই হয় প্রশান্ত কিশোর এবং তাঁর সংস্থা আইপ্যাকের নির্দেশে। তাদের এত বড় অবদানের কথা জানা যায় শাসকদলের সূত্র ধরে। প্রশান্ত কিশোরের ভবিষ্যৎ বাণী রাজনীতির আঙিনায় বেশ গুরুত্ব রয়েছে। সম্প্রতি তিনি জানিয়েছেন এবারের লোকসভায় যথেষ্ট ভালো ফল করতে পারে বিজেপি দলের কর্মীরা। কিন্তু এই সবকিছুকেই তিনি ভবিষ্যৎ বাণী বলতে রাজি নন। সম্পূর্ণ বিষয়টি তিনিই জনগণের হাতেই ছেড়ে দিয়েছেন । প্রশান্ত কিশোর বলেছেন, 'এবারের নির্বাচনে বাংলায় বিজেপি তৃণমূলের চেয়ে ভালো ফল করবে।বাংলায় বিজেপির ফল সারপ্রাইজিং হবে। এবারের লড়াই তৃণমূলের জন্য বেশ কঠিনই হবে।' এই প্রসঙ্গে প্রশান্ত ২০২১ এর ভোটের কথা বলেছেন, সেই সময় বিজেপি তাদের নিজেদের গতি বজিয়ে রাখতে রীতিমতো হিমশিম খেয়েছিল। তবে এবারে হয়তো বিজেপির ক্ষেত্রে ভোট নির্বাচন সুফল হতে পারে। এক সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেছিলেন, 'পশ্চিমবঙ্গে বড় রাজনৈতিক শক্তি বিজেপি। এবারের নির্বাচনে ২০১৯ সালের জয়ী আসন সংখ্যার নীচে যাবে না। আমার মনে হয় ২০১৯ সালের থেকে ভালো ফল করবে বিজেপি।' প্রসঙ্গত ২০১৯ এর লোকসভার ভোটে পশ্চিমবঙ্গের ৪২ টি আসনের মধ্যে ২২টি আসন তৃণমূল যেতে ১৮ টি আসন বিজেপি এবং ২টি আসন কংগ্রেস। বর্তমানে ভোট কুশলী হিসেবে প্রশান্ত কিশোরের নাম ডাক এতই বেড়ে গিয়েছে যে বিভিন্ন সংবাদপত্রে, সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় তাকে নিয়ে হল্লা শুরু হয়ে গিয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments