Tuesday, April 30, 2024
Homeরাজনীতিএবারের লোকসভা ভোটে বাংলায় ১ নম্বরে থাকবে বিজেপি ; প্রশান্ত কিশোরের ভবিষ্যদ্বাণী...

এবারের লোকসভা ভোটে বাংলায় ১ নম্বরে থাকবে বিজেপি ; প্রশান্ত কিশোরের ভবিষ্যদ্বাণী !

! গত বিধানসভা নির্বাচনের আগে প্রশান্ত কিশোরের বলেন যে , বিজেপি বাংলাতে তিন অঙ্কের ঘরে পৌঁছাতে পারবে না। নিজের করা সেই ভবিষ্যদ্বাণী, মিলেও গিয়েছিল। সেই সময় প্রশান্ত শাসকদলের রাজনৈতিক পরামর্শদাতা হিসেবেই পরিচিত ছিলেন। এবারে লোকসভা ভোটের আগে তার করা ভবিষ্যদ্বাণী তৃণমূল নেতাদের চাপে ফেলে দিতে পারে।তিনি সংবাদ মাধ্যমকে জানান, "আগামী লোকসভা নির্বাচনে আসন সংখ্যার নিরিখে বাংলায় এক নম্বর দল হতে চলেছে বিজেপি৷" প্রশান্ত কিশোর দাবি করেছেন যে শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা গোটা পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতে ভালো ফল করে চমকে দেবে বিজেপি। লোকসভা ভোটের আগে, প্রশান্ত কিশোরের বিরাট এই ভবিষ্যদ্বাণী যথেষ্ট পরিমাণে বল এনে দেবে বিজেপি নেতৃত্বদের।লোকসভা ভোটে বিজেপির সম্ভাব্য ফল নিয়ে প্রশান্ত কিশোর বলেন, ‘ওড়িশায় বিজেপি নিশ্চিত ভাবে এক নম্বর দল হতে চলেছে৷ অনেকেই শুনে অবাক হতে পারেন, কিন্ত আমার মতে লোকসভা নির্বাচনে বাংলাতেও বিজেপি সম্ভবত এক নম্বর দল হিসেবেই উঠে আসবে৷ বিহারে বিজেপি মাত্র ১৭টি আসনে লড়ছে, কিন্তু সেই অনুপাতে আসন প্রাপ্তির নিরিখে বিহারেও বিজেপি এক নম্বর দলই হতে চলেছে৷’ তবে পূর্ব এবং দক্ষিণ ভারতে বিজেপির দুর্দান্ত ফল করলেও বিজেপির আসন সংখ্যা ৩৭০ ছাড়াবে না - এমনই দাবি করেন পিকে। কিন্তু ইতিমধ্যে প্রধানমন্ত্রী ও তার দলের লোকেরা দাবি করেন যে এবারের লোকসভা ভোটে তারা ৩৭০টির বেশি আসনে জয়ী হবে। প্রশান্ত কিশোর আরো দাবি করে বলেন যে, বিজেপি হিন্দি বলয় এবং পশ্চিম ভারতেও নিজেদের দুর্গ অটুট রাখবে। ওই অঞ্চলে যদি কংগ্রেস ১০০ র বেশি আসন পেয়ে যায় তাহলে বিজেপির জন্য চাপ সৃষ্টি হতে পারে। কিন্তু সেই সম্ভাবনা নেই বলেই দাবি করেন তিনি। একই সঙ্গে প্রশান্ত কিশোরের পূর্বাভাস, জগন্মোহন রেড্ডি এবারে অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় আর ফিরতে পারবে না। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের পাশাপাশি এবার অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচনও হচ্ছে৷

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments