Saturday, April 27, 2024
Homeময়নাগুড়িটোটোর দৌরাত্ম্যে পেটে টান রিক্সা চালকদের

টোটোর দৌরাত্ম্যে পেটে টান রিক্সা চালকদের

ময়নাগুড়ি, ২৯ আগস্ট : একটা সময় শহর জুড়ে এদের দৌরাত্ম্য ছিল চোখে পড়ার মতো। কিন্তূ কালের স্রোতে এদের যেমন চাহিদা হারিয়েছে তেমনি বিলুপ্তির পথে তারা। রাস্তায় এখন তেমন ভাবে চোখে পড়ে না রিক্সা। সময়ের সাথে তাল মিলিয়ে বাজারে এসেছে টোটো। আর এই টোটো দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। যার ফলে সমস্যায় পড়েছেন গরীব শ্রেণীর রিক্সা চালকরা। শহরের বিভিন্ন জায়গায় হাতে গোনা কয়েকটি রিক্সা দেখা গেলেও ভাড়া নেই তাদের।

জানা যায়, এক সময় গোটা ময়নাগুড়ি জুড়ে প্রায় কয়েক হাজার রিক্সা চলতো। তা দিয়েই এক একটি সংসার চালাতেন তারা। কিন্তূ বর্তমানে শহরে হাতে গোনা তিরিশ টির বেশি রিক্সা নেই। যা আছে তাতেও কোনো ভাড়া হয় না। সারাদিনের মজুরি টুকুও জোটে না তাদের কপালে। কিন্তূ কেন এখনো রিক্সা নিয়ে আছেন তারা, তারাও তো কিনতে পারেন টোটো, এই প্রশ্ন হয়তো আপনার মনেও ঘুর পাক খাচ্ছে। আসলে এক একটি টোটো বর্তমান বাজার মূল্য লক্ষাধিক টাকা। যা কেনার সামর্থ্যের বাইরে বেশ কিছু রিক্সা চালকদের। ফলে বাধ্য হয়েই রিক্সা নিয়েই কোনো ক্রমে চালাতে হয় সংসার। শহরের ট্রাফিক মোড়ে তীর্থের কাকের মতোই সারাদিন বসে থাকেন রিক্সা নিয়ে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments