Friday, April 26, 2024
Homeফালাকাটাফালাকাটা থানার উদ্যোগে সচেতনতা শিবির ও দুঃস্থদের খাদ্য সামগ্রী বিতরণ

ফালাকাটা থানার উদ্যোগে সচেতনতা শিবির ও দুঃস্থদের খাদ্য সামগ্রী বিতরণ

ফালাকাটাঃ
আজ ফালাকাটা থানার উদ্যোগে এক করোনা সচেতনতা শিবিরের আয়োজন করা হয় ও তার পাশাপাশি ২৫০ টি পরিবারের হাতে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। সামগ্রীর মধ্যে ছিল চাল ডাল তেল লবণ আলু পেঁয়াজ বিস্কুট আটা মাস্ক ও স্যানেটিইজার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের এস.পি ডা. ভোলা নাথ পান্ডে , ফালাকাটা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সুপ্রতীক মজুমদার ফালাকাটা থানার আই.সি সনাতন সিংহ , আরো অন্যান্য উচ্চ পদস্থ পুলিশ কর্তা এবং স্বাস্থ্য দপ্তরের কর্তা ব্যক্তিরা । অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি সম্পর্কিত বিষয়ে আমন্ত্রিত অতিথিরা বিস্তারিত বক্তব্য রাখেন। ভ্যাকসিন নেবার জন্যও তাঁরা সাধারন মানুষকে অনুরোধ করেন। সবার বক্তব্যেই মাস্ক , স্যানেটিইজার ও দূরত্ব বজায় রাখার বিষয়টি ছিল ও সমাজের সর্বস্তরের মানুষ এই করোনা মহামারীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সকল সাহায্য কামনা করেছেন।

ফালাকাটা থেকে অপূর্ব দাস-এর রিপোর্ট

ফালাকাটা থানার উদ্যোগে সচেতনতা শিবির ও দুঃস্থদের খাদ্য সামগ্রী বিতরণ

অনান্য খবর- কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন নিশীথ প্রামানিক, তালিকায় বাংলার আরো কয়েকজন

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে গণজাগরণ মঞ্চের সচেতনতামূলক র‍্যালি শামুকতলায়

উদয়ন গুহ’র হাত ধরে বড়শাকদলের কর্মীসভায় বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূলে যোগদান

রায়গঞ্জ জেলা পুলিশের উদ্যোগে ও করনদিঘী থানার ব্যবস্থাপনায় রক্তদান শিবির

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কামাখ্যগুড়িতে ‘চলো পাল্টাই’ এর সাফাই অভিযান রাতের বেলায়

দিনহাটায় করোনা আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে ফের মানবিকতার নিদর্শন দিল রেড ভলেন্টিয়ার্স

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে কোচবিহার জেলা জুড়ে তৃণমূলের অবস্থান বিক্ষোভ কর্মসূচি

দীঘায় পর্যটকদের ভীড় জমতে শুরু করেছে।

পরের খবর- বন্দুক দেখিয়ে পেট্রোল পাম্পে ছিনতাই, চাঞ্চল্য কোচবিহারে

বন্দুক দেখিয়ে কোচবিহার ১ নম্বর ব্লকের খুটামারা পেট্রল পাম্পে ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাতটা নাগাদ । পেট্রোল নিতে এসে হঠাৎ করে কোমর থেকে পিস্তল বের করে কাউন্টার এর সমস্ত টাকা লুট করে চম্পট দিল দুষ্কৃতী । পাম্পের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে । তবে দুষ্কৃতীদের পরিচয় এখনও পর্যন্ত জানা যায় নি । ঘটনার তদন্তে নেমেছে নিশিগঞ্জ ফাঁড়ি পুলিশ । পেট্রোল পাম্পের ছিনতাইয়ের ঘটনায় কোচবিহারে এই প্রথম। তবে তদন্তে নিশিগঞ্জ অথবা শুক্রবারে এলাকার বাসিন্দা বলে অনুমান করছে পুলিশ । ঘটনার তদন্ত চলছে । 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments