Tuesday, April 30, 2024
Homeউত্তর দিনাজপুররায়গঞ্জ জেলা পুলিশের উদ্যোগে ও করনদিঘী থানার ব্যবস্থাপনায় রক্তদান শিবির

রায়গঞ্জ জেলা পুলিশের উদ্যোগে ও করনদিঘী থানার ব্যবস্থাপনায় রক্তদান শিবির

ধর্মেন সিংহ, করনদিঘী: রক্তদান জীবন দান। তাই রক্ত সংকট মেটাতে উত্তর দিনাজপুর জেলা জুরে চলছে স্বেচ্ছায় রক্তদান শিবির। গত ২৫শে মে থেকে ৬ই জুন পর্যন্ত একটানা ১৩ দিন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে জেলার বিভিন্ন এলাকায়। আজও রক্ত সংকট মেটাতে রায়গঞ্জ জেলা পুলিশের উদ্যোগে ও করণদিঘি থানার ব্যবস্থাপনায় রবিবার করণদিঘি থানা চত্বরে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়। এদিন করণদিঘিতে প্রায় ৫০ জনেরও বেশি রক্ত দান করেন। প্রত্যেকের হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, এডিশনাল এসপি আর্শ ভর্মা , করণদিঘির আইসি সঞ্জীব সেনাপতি, বিডিও নিতিশ তামাং, ট্রাফিক ডিএসপি লিয়াং তামাং সহ অন্যান্য আধিকারিকগণ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments