Tuesday, April 30, 2024
Homeমুর্শিদাবাদহেরিটেজ স্বীকৃতি পেল মুর্শিদাবাদের প্রাচীন বিদ্যালয় খাগড়া জি টি আই

হেরিটেজ স্বীকৃতি পেল মুর্শিদাবাদের প্রাচীন বিদ্যালয় খাগড়া জি টি আই

মুর্শিদাবাদ:-দীর্ঘ প্রতীক্ষার পর হেরিটেজ বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেল মুর্শিদাবাদ জেলার প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান খাগড়া গুরুদাস তারাসুন্দরী ইনস্টিটিউশন।  লন্ডন মিশনারী সোসাইটির রজত জয়ন্তী বর্ষে ১৮৪৫ খ্রিস্টাব্দে তৎকালীন জুবিলী সাহেবের কক্ষাভ্যন্তরে  বর্তমান বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।  বিদ্যালয়টি নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে চারবার নাম বদলে আজও শিক্ষা বিস্তারের ধারা বজায় রেখেছে। অক্ষুন্ন রেখেছে বিদ্যালয়টির প্রাচীন আদল । দুই বছর আগে বিদ্যালয়টি পরিদর্শন করেন হেরিটেজ কমিশনের প্রতিনিধিরা। তাদের দেওয়া রিপোর্টের ভিত্তিতে বিদ্যালয়টি হেরিটেজ স্বীকৃতি পায় ।
বুধবার বিদ্যালয়ে একটি অনুষ্ঠানে হেরিটেজ বিদ্যালয়ের স্বীকৃতি স্বরূপ একটি ফলক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে তুলে দেন মুর্শিদাবাদের জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী। এদিনের অনুষ্ঠানে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা  বিদ্যালয়  পরিদর্শক অমর কুমার শীল, জেলা প্রকল্প আধিকারিক অনন্যা ঘোষ, সহকারী বিদ্যালয় পরিদর্শক রুহুল আমিন, হেরিটেজ কমিশনের আধিকারিক বাসুদেব মল্লিক , বিশিষ্ট সমাজসেবী অশোক দাস , শেখর মারোঠী সহ অন্যান্য ব্যক্তিরা। হেরিটেজ তকমা পেয়ে স্বভাবতই খুশি বিদ্যালয় কর্তৃপক্ষ।

অভিজিৎ মন্ডল

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments