Saturday, April 20, 2024
HomeBreaking newsNDA রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর মুখে ''জয় বাংলা'' স্লোগান

NDA রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর মুখে ”জয় বাংলা” স্লোগান

সোমবার রাতে ভোটের প্রচারে কলকাতায় পৌঁছনো দ্রৌপদী মঙ্গলবার সকালে ইএম বাইপাস লাগোয়া একটি হোটেলে রুদ্ধদ্বার বৈঠক করেন বিজেপি সাংসদ-বিধায়কদের সঙ্গে। বিজেপি সূত্রের খবর, বৈঠক শেষে তিনি বলেন, ‘জয় বাংলা, জয় ভারত।’ যা শুনে হতবাক বিজেপি বিধায়ক-সাংসদরা।

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের অন্য নেতা-নেত্রীরা সাধারণত দলীয় সভার শেষে এই স্লোগান তোলেন। বিজেপি নেতৃত্বের মুখে ঘুণাক্ষরেও শোনা যায় না ‘জয় বাংলা’ ধ্বনি। আর সেই স্লোগান শেষে কি না দিলেন এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী!

বিড়ম্বনা এড়াতে বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা মুখে কার্যত কুলুপ এঁটেছেন। তবে এই রাজ্যের এক বিজেপি বিধায়কের কথায়, ‘উনি (দ্রৌপদী) শুধু বিজেপি বিধায়ক-সাংসদদের ভোট নয়, রাজ্যের ২৯৪ জন বিধায়ক এবং ৪২ জন সাংসদের ভোটই প্রত্যাশা করছেন। ফলে, জয় বাংলা স্লোগান তিনি দিতেই পারেন।’ তবে তৃণমূলের রাজ্য কমিটির অন্যতম সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য, ”বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থীও মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগানকে মান্যতা দিলেন। উনিও জানেন, এটা বাংলার মানুষের স্লোগান। রাজ্য বিজেপি নেতাদের শিক্ষা নেওয়া উচিত।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments