Wednesday, May 1, 2024
Homeপর্যটনডুয়ার্সে পর্যটকদের ঘোরার এক নতুন দিগন্ত, ২৮ শে আগস্ট থেকে চালু হচ্ছে...

ডুয়ার্সে পর্যটকদের ঘোরার এক নতুন দিগন্ত, ২৮ শে আগস্ট থেকে চালু হচ্ছে ‘ভিস্টাডোম’

নিউজ ডেস্ক:
অত্যাধুনিক ট্রেন চালু হচ্ছে এবার ডুয়ার্স ভ্রমণের জন্য। যার পোশাকি নাম ‘ ভিস্টাডোম’। আগামী শনিবার ২৮শে আগস্ট সকাল ৭ টা ২০ তে শিলিগুড়ি এনজিপি স্টেশন থেকে ছাড়বে এই ট্রেন। আলিপুরদুয়ার জংশন এসে পৌঁছাবে দুপুর ১টায়। অর্থাৎ প্রায় সাড়ে ৬ ঘন্টা সময় লাগবে।

এই ট্রেনে বসে এনজেপি থেকে সেবক, মালবাজার, চালসা হয়ে পাহাড়ের গা ঘেঁষে ডুয়ার্সের চা বাগানের অপরূপ সৌন্দর্যের হাতছানি পাবেন ভ্রমণপিপাসুরা। সবমিলিয়ে, ডুয়ার্স ভ্রমণের এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। রেল সূত্রে খবর, অত্যাধুনিক কোচবিশিষ্ট স্পেশাল টুরিস্ট ট্রেন ‘ভিস্টাডোম’ এনজেপি জংশন থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত চলবে।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক গুণীত কৌর বলেন, ‘আপাতত সপ্তাহে তিন দিন- শুক্র, শনি ও রবিবার আলিপুরদুয়ার জংশন থেকে ভিস্টা ডোম ট্রেনটি চলবে। আলিপুরদুয়ার জেলার রাজাভাতখাওয়া, কালচিনি, হাসিমারা, মাদারিহাট, চালসা, সেবক, গুলমা হয়ে নিউ জলপাইগুড়ি পর্যন্ত চলবে এই ট্রেন।’ সুদৃশ্য এই ট্রেনের ভিতরেও অত্যাধুনিক ব্যবস্থা আছে বলে জানা গেছে। ইতিমধ্যেই বেশ কিছু ছবি ইন্টারনেটে ভাইরাল হতেই সাধারণ মানুষের মধ্যে আগ্রহের পারদ বাড়ছে। কাচের বড় বড় জানালা রয়েছে। যাতে ট্রেনের যাত্রাপথেই ডুয়ার্সের জঙ্গল-পাহাড়-চা বাগানের সৌন্দর্য আরও ভালোভাবে উপভোগ করতে পারেন পর্যটকেরা। এছাড়া ভিস্টা ডোমে ১৮০ ডিগ্রি রিভলভিং চেয়ার রাখা হয়েছে। যাতে পর্যটকেরা একদিকে চেয়ারে বসেই অন্যদিকের জানলা দিয়ে বাইরের প্রাকৃতিক শোভা উপভোগ করতে পারবেন।

এই ট্রেন চালু হলে একদিকে যেমন ডুয়ার্সের পর্যটন ব্যবসা ফের উন্নতির দিকে যাবে, তেমনই রেলের আয় বাড়বে বলেও মনে করছেন অনেকেই।পাহাড়-সহ ডুয়ার্সের বাসিন্দাদের অন্যতম জীবিকা হল পর্যটন ব্যবসা। বিগত প্রায় দু’বছর ধরে করোনা মহামারীর জেরে ডুয়ার্সের পর্যটন স্তব্ধ। সেখানে পর্যটকদের দেখা নেই বললেই চলে।

অত্যাধুনিক ভিস্টাডোম ট্রেন চালু হলে ডুয়ার্সে পর্যটকদের ভিড় বাড়বে বলে আশাবাদী সেখানকার পর্যটন ব্যবসায়ীরা। রেলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ী অয়ন নাইডু বলেন, “স্তব্ধ হয়ে যাওয়া ডুয়ার্সের পর্যটন এই নতুন অত্যাধুনিক ট্রেনের মাধ্যমে আবার ঘুরে দাঁড়াতে পারে। এর ফলে পর্যটকরা ডুয়ার্সের প্রতি আরো বেশি আকৃষ্ট হবে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments