Thursday, May 2, 2024
Homeকোচবিহারক্রেতা হিসেবে দোকানে ঢুকে কোচবিহারের প্রতিষ্ঠিত কাপড়ের দোকানে চুরির অভিযোগ

ক্রেতা হিসেবে দোকানে ঢুকে কোচবিহারের প্রতিষ্ঠিত কাপড়ের দোকানে চুরির অভিযোগ

ক্রেতা হিসেবে দোকানে ঢুকে আনুমানিক আটটি শাড়ি চুরির অভিযোগ উঠল তিনজন মহিলার বিরুদ্ধে। ইতিমধ্যে এই মর্মে কোচবিহার কোতোয়ালি থানায় অভিযোগ করার কথা জানিয়েছেন ব্যবসায়ী অঙ্কিতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ অনুযায়ী, গত ৭ই অক্টোবর বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ তিনজন মহিলা তাই দোকানে আসে। দোকানে সামান্য ভিড় ছিল। কাপড় দেখবার মন করে চুপচাপ আচলের নিচে বেশ কয়েকটি শাড়ি তুলে নেয় অভিযুক্ত মহিলারা। দোকানের সিসিটিভি ক্যামেরা এমনটাই পরিষ্কার দেখা যাচ্ছে। সেই সময় দোকানে তিনি উপস্থিত থাকলেও ঘুনাক্ষরেও বুঝতে পারেননি এই চুরির কথা।

গতকাল অর্থাৎ শুক্রবার রাতে দোকানে স্টক দেখার সময় খোয়া যাওয়া শাড়ির বিষয়টি নজরে আসে। তারপরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ বার করে আসল তথ্য উঠে আসে। তিনি মন্তব্য করে বলেন আমার মত ছোট দোকানে এই ধরনের কান্ড কারখানা যদি চলতে থাকে তাহলে বড় দোকানে আরো অনেক টাকার শাড়ি এরা চুরি করতে পারে। ঠিক সেই কারণেই তাদের বিরুদ্ধে যাওয়ার কথা ভাবা হচ্ছে। কুচবিহারের সাধারণ ব্যবসায়ীদের স্বার্থে অভিযোগ করা একান্ত প্রয়োজন বলে মনে করছেন তিনি। তার কথা অনুযায়ী প্রায় ৪০ হাজার টাকার শাড়ি চলে গিয়েছে তার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments