Thursday, April 25, 2024
Homeআলিপুরদুয়ারআলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড সংলগ্ন এলাকায় অবৈধ নির্মাণ ভেঙে দিল জেলা প্রশাসন

আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড সংলগ্ন এলাকায় অবৈধ নির্মাণ ভেঙে দিল জেলা প্রশাসন

আলিপুরদুয়ারঃ
বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড সংলগ্ন এলাকার অবৈধ নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দিল আলিপুরদুয়ার জেলা প্রশাসন। সম্প্রতি আলিপুরদুয়ার জেলা শহরের ঐতিহ্যবাহী প্যারেড গ্রাউন্ডে বেশ কয়েকটি এলাকায় অবৈধ নির্মাণের অভিযোগ ওঠে। বেশ কিছুদিন আগেও একটি অবৈধ নির্মাণ ভেঙে দিয়ে হুঁশিয়ারি দেয় পৌরসভা প্রশাসন। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড কে ঘিরে যথেষ্ট উদ্বেগ রয়েছে জেলাবাসীর। শহরের একমাত্র ফুসফুস ঐতিহ্যবাহী প্যারেড গ্রাউন্ড। সেই প্যারেড গ্রাউন্ড কে ঘিরে সৌন্দর্যায়নের কথা লক্ষ্য করে অবৈধ নির্মাণে বেশ কয়েকবার বাঁধ পাতে প্রশাসন। তবুও প্রশাসনিক নির্দেশ উপেক্ষা করেই বেশ কয়েক জায়গায় এই অবৈধ নির্মাণ গড়ে ওঠে। এদিন জেলা প্রশাসনের উদ্যোগে সেই নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।

আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড সংলগ্ন এলাকায় অবৈধ নির্মাণ ভেঙে দিল জেলা প্রশাসন

অনান্য খবর- আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড সংলগ্ন এলাকায় অবৈধ নির্মাণ ভেঙে দিল জেলা প্রশাসন

পরের খবর- পেপের বিভিন্ন উপকারীতা জানুন

শরীরের জন্য ফলের থেকে বেশি উপকারী আর কোনও খাবার হতে পারে না। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন অসুখের মোকাবিলা করতেও সাহায্য করে বিভিন্ন ফল। এর মধ্যে পেঁপের কথা না বললেই না। পাকা পেঁপে যেমন ফল হিসেবে খাওয়া যায় তেমনি কাঁচা পেঁপেও তরকারি হিসেবে খাওয়া যায়। জন্ডিস থেকে ক্যানসারের মতো মারণ রোগের ক্ষেত্রেও পেঁপে অত্যন্ত উপকারী। হজমের সমস্যার সমাধানে পেঁপে অত্যন্ত কার্যকরী। ত্বকের জন্যেও পেঁপে কতটা উপকারী তা বলার অপেক্ষা রাখে না। ত্বকের ঔজ্জ্বল্য বাড়ানোর সঙ্গে সঙ্গে ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে পেঁপে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে খুবই কার্যকরী পেঁপে। পেঁপের বীজও খুবই উপকারী আর পুষ্টিগুণে ভরপুর। তাই পেঁপের বীজ ফেলে দেওয়ার আগে একবার দেখে নিন তার অজানা আশ্চর্য সব গুন। পেপের বিভিন্ন উপকারীতা 

অনান্য খবর- গান্ধীজীকে কালো চশমা পরিয়ে উত্তম-মধ্যম খেলো এক ব্যক্তি, বর্ধমানের ঘটনায় তোলপাড়

১. হজমশক্তি বাড়ায়: পেঁপের বীজের সঙ্গে মধু মিশিয়ে খেলে তা হজমশক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি পরিপাক নালীকে চনমনে রাখে। ফলে দ্রুত হজম হয়। এতে পাকস্থলির উপর চাপও কম পড়ে।

২. লিভার পরিষ্কার করে: পেঁপের মধ্যে ডিটক্সের গুণ রয়েছে, যা লিভার ভালো রাখতে সাহায্য করে। কাজেই যারা লিভারের সমস্যায় ভুগছেন, কিংবা না ভুগলেও লিভার ভালো রাখতে চান, তারা নিয়মিত পেঁপে খান। পুরো খবর

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments