Saturday, April 27, 2024
Homeরাজনীতিরাজ্য নির্বাচন কমিশনকে তোপ দাগলেন দিলীপ ঘোষ

রাজ্য নির্বাচন কমিশনকে তোপ দাগলেন দিলীপ ঘোষ

নিউজ ডেস্ক:
কলকাতা পুরসভার নির্বাচনের দিন ঘোষণা হয়েছে গতকালই। ইতিমধ্যেই পুরভোটের বিজ্ঞপ্তি জারি নিয়ে আদালতের দরজায় কড়া নেড়েছে বিজেপি। এবার সরাসরি রাজ্য নির্বাচন কমিশনকে তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে তিনি বলেন, ‘রাজ্য নির্বাচন কমিশনকে চালায় রাজ্য। যখন চাইছে নির্বাচন হচ্ছে। এটা নিয়ে কি আর কোর্ট-কাছারির প্রশ্ন থাকল! এত তাড়াহুড়ো করে ভোটের তারিখ ঘোষণা করা হয়েছে যে পুর্ননির্বাচনের দিনক্ষণও ঘোষণা করা হয়নি।’

পাশাপাশি শোনা যাচ্ছিল, এই মামলা নিয়ে সর্বোচ্চ আদালতের দরজায় কড়া নাড়তে পারে বিজেপি। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘যাঁরা লড়াই করছেন তাঁরা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’ ত্রিপুরাতে ভোটে অশান্তি হয়েছে এই অভিযোগ তুলেছিল তৃণমূল। এই প্রসঙ্গে পালটা দিলীপ ঘোষ বলেন, ‘পশ্চিমবঙ্গে কোনও ভোট শান্তিতে হয় না। আর এটাই রাজনৈতিক কালচার হয়ে গিয়েছে। যারা ত্রিপুরা নির্বাচন নিয়ে হাহুতাশ করছেন তাঁদের বলছি বাংলাতে পঞ্চায়েত নির্বাচনে হিংসা হয়। ওখানে কেউ মাইক বাজাচ্ছে, তার পালটা মাইক বাজানো হচ্ছে, দুজনে মিলে বাড়িতে দৌড়াদৌড়ি করছে সেটাকে সন্ত্রাস বলা হচ্ছে। একটা ফেক ভিডিয়ো দেখানো হচ্ছে। কে কাকে ভয় দেখাচ্ছে তা বোঝা যাচ্ছে না।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments