Friday, April 19, 2024
Homeময়নাগুড়িপুজোর আগে একশো দিনের কাজে খুশি ভাঙ্গারহাট বুথের শ্রমিকরা

পুজোর আগে একশো দিনের কাজে খুশি ভাঙ্গারহাট বুথের শ্রমিকরা

ময়নাগুড়ি , ৮ অক্টোবর : ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের ভাঙ্গারহাট-১ বুথের পঞ্চায়েত সদস্য শিবেশ্বর রায় । পুজোর প্রাক মূহুর্তে তার বুথের প্রায় ৩৫০ জন জব কার্ডধারীর মধ্যে প্রায় ৩০০ জব কার্ডধারী একশো দিনের প্রকল্পের কাজ পেয়েছেন । পুজোর মধ্যেই একশো দিনের কাজের টাকা তাদের একাউন্টে ঢুকার সম্ভাবনা রয়েছে বলে জানান ওই বুথের পঞ্চায়েত সদস্য শিবেশ্বর রায় । আর সেই সুবাদে খুশি ওই বুথের একশো দিনের জবকার্ডধারীরা । এক জব কার্ডধারী অনিতা রায় বলেন , ' আমরা গরিব মানুষ । তার মধ্যে কাজকর্ম নাই । পুজোর মধ্যে একশো দিনের প্রকল্পের কাজের টাকা পেলে খুবই উপকৃত হব । পুজোয় ভালোমন্দ খাওয়া , নতুন পোষাক কেনা ও আনন্দ করতে পারব ।' করোনা পরিস্থিতির রেশ যে এখনও কাটেনি তা সকলের জানা । গ্রামীণ সাধারণ মানুষদের অর্থনৈতিক অবস্থা শোচনীয় । গ্রামের কৃষক , শ্রমিক মানুষ বিভিন্ন প্রাইভেট কোম্পানি থেকে ঋণগ্রস্ত হয়ে জর্জরিত অবস্থা । বেশিরভাগ পরিবারের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা । এই পরিস্থিতিতে পুজোর আমেজ তাদের মনে নেই বললেই চলে । নতুন পোশাক কেনা , পুজোয় ভালোমন্দ খাওয়া , আনন্দ করে ঘোরা এখন তাদের কাছে অবাস্তব স্বপ্ন । এই পরিস্থিতির কথা মাথায় রেখে চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের ভাঙ্গারহাট-১ বুথের পঞ্চায়েত সদস্য শিবেশ্বর রায় সাধারণ মানুষের মুখে একটু হাসি ফোটানোর জন্য তাদের জন্য একশো দিনের প্রকল্পের কাজের ব্যবস্থা করেছেন । পাশাপাশি পুজোর মধ্যেই যাতে তাদের একাউন্টে কাজের টাকা ঢুকে সেই বিষয়েও ভেবেছেন তিনি । চারটি ধাপে তার বুথের প্রায় ৩০০ টি পরিবার পুজোর প্রাক মূহুর্তে একশো দিনের প্রকল্পের কাজ পেয়েছেন । তার মধ্যে দুস্থ দিকে খেয়াল রাখা হয়েছে । ওই বুথে বৃক্ষ রোপন , ক্যানেল সংস্কার , ভূমি সংস্কার , জঙ্গল সাফাই বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে একশো দিনের প্রকল্পের কাজের মাধ্যমে । তার ফলে একদিকে যেমন গ্রামের উন্নয়ন ঘটেছে অপরদিকে পুজোর প্রাকমুহুর্তে অনেক দুস্থ পরিবারের আর্থিক সহযোগিতা হয়েছে । বুথের একশো দিনের প্রকল্পের জব কার্ডধারী জন্মেঞ্জয় রায় বলেন , ' শুধু আমার নয় গ্রামের প্রায় সকলের আর্থিক পরিস্থিতি ভালো নেই । পুজোর মধ্যে এই কাজের টাকা পেলে খুবই উপকৃত হব ।' ভাঙ্গারহাট-১ বুথের পঞ্চায়েত সদস্য শিবেশ্বর রায় বলেন , ' গ্রামের অনেক মানুষের দীর্ঘদিন ধরে কাজ নেই । সামনে পুজো । তাই গ্রাম পঞ্চায়েতের সঙ্গে আলোচনা করে আমরা তাদের এই একশো দিনের প্রকল্পের কাজ করাচ্ছি । আশা করি পুজোর মধ্যে শ্রমিকরা তাদের একাউন্টে টাকা পেয়ে যাবেন । যেটা দিয়ে তারা পুজোয় একটু আনন্দ করতে পারবেন ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments